কমছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র সংখ্যা, ফাঁকা পড়ে রয়েছে ১৭ হাজার আসন

Last Updated:

ছাত্র সংখ্যা কমছে ইঞ্জিনিয়ারিংয়ে ৷ আরও এর জেরেই বিপাকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি ৷ এবার পূরণ হল না ৫০ শতাংশ আসন ৷

#কলকাতা: ছাত্র সংখ্যা কমছে ইঞ্জিনিয়ারিংয়ে ৷ আরও এর জেরেই বিপাকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি ৷ এবার পূরণ হল না ৫০ শতাংশ আসন ৷ তাহলে কী বেসরকারি কলেজগুলিতে ভর্তি হতে চাইছে না পড়ুয়ারা ৷ ৩ দফায় কাউন্সেলিংয়ের পরেও আসন ফাঁকা রয়ে গিয়েছে ৷ প্রায় ১৭ হাজার আসন ফাঁকা রয়েছে বেসরকারি কলেজগুলিতে ৷ ক্যাম্পাসিং না হওয়াতেই এই অবস্থা কলেজগুলির ৷ পরিকাঠামোকেই দায়ী করছে উচ্চশিক্ষা দফতর ৷ ভিনরাজ্যেও একই হাল, মত উচ্চশিক্ষা দফতরের ৷
গত বছর রাজ‍্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে মোট আসন ছিল ৩৩,০০৪টি। এর মধ‍্যে সরকারি কলেজে ছিল ২,১৮৪টি আসন ৷ বেসরকারি কলেজে ৩০,৮২০টি আসন ৷ বেসরকারি কলেজেই এবার আসন কমেছে ১,৭৭০টি ৷ আসন সংখ্যা কমে মোট আসন সংখ্যা হল ২৯,০৫০টি ৷ তাতেও প্রায় ৫০ শতাংশ আসন ফাঁকা রইল ৷
advertisement
advertisement
গত বছর ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় ৪৩ শতাংশ আসনই ফাঁকা পড়ে ছিল ৷ এবার আগের বারের থেকেও বেশি আসন ফাঁকা পড়ে রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কমছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র সংখ্যা, ফাঁকা পড়ে রয়েছে ১৭ হাজার আসন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement