যৌন নির্যাতনের ঘটনায় আলিপুর মাল্টিপারপাস স্কুলে উত্তেজনা, অভিযুক্তের বাড়িতে হামলা অভিভাবকদের
Last Updated:
যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল আলিপুর মাল্টিপারপাস স্কুল৷ প্রি-প্রাইমারির শিশুদের লজেন্স দিয়ে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে স্কুলের নিরাপত্তারক্ষী রামেশ্বর সিংয়ের বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদে রামেশ্বর সিংয়ের বাড়িতে গিয়ে হামলা চালাল অভিভাবকেরা৷
#কলকাতা: যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল আলিপুর মাল্টিপারপাস স্কুল৷ প্রি-প্রাইমারির শিশুদের লজেন্স দিয়ে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে স্কুলের নিরাপত্তারক্ষী রামেশ্বর সিংয়ের বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদে রামেশ্বর সিংয়ের বাড়িতে গিয়ে হামলা চালাল অভিভাবকেরা৷ রামেশ্বরের স্ত্রী এবং মেয়ের উপরে অকথ্য অত্যাচার চালাল তারা৷
জানা গিয়েছে, স্কুলের পিছনের একটি কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন রামেশ্বর৷ সেই বাড়িতেই বৃহস্পতিবার সকালে হামলা চালায় উত্তেজিত অভিভাবকেরা৷ অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে বাড়ি থেকে বের করে কিল-চড়-ঘুষি মারা হয় বলে অভিযোগ ওঠে৷ রামেশ্বরের মা হৃদরোগে আক্রান্ত৷ কিন্তু তাকেও মাটিতে ফেলে এলোপাথারি মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সময় রামেশ্বরের বাড়িতে ছিলেন রামেশ্বরের স্ত্রী এবং মেয়েও৷ তাদের উপরেও হামলা চালায় অভিভাবকেরা৷
advertisement
উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষের থেকে বারবার অভিভাবকদের শান্ত হওয়ার অনুরোধ করা হয়৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2018 1:29 PM IST