যৌন নির্যাতনের ঘটনায় আলিপুর মাল্টিপারপাস স্কুলে উত্তেজনা, অভিযুক্তের বাড়িতে হামলা অভিভাবকদের

Last Updated:

যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল আলিপুর মাল্টিপারপাস স্কুল৷ প্রি-প্রাইমারির শিশুদের লজেন্স দিয়ে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে স্কুলের নিরাপত্তারক্ষী রামেশ্বর সিংয়ের বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদে রামেশ্বর সিংয়ের বাড়িতে গিয়ে হামলা চালাল অভিভাবকেরা৷

#কলকাতা: যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল আলিপুর মাল্টিপারপাস স্কুল৷ প্রি-প্রাইমারির শিশুদের লজেন্স দিয়ে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে স্কুলের নিরাপত্তারক্ষী রামেশ্বর সিংয়ের বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদে রামেশ্বর সিংয়ের বাড়িতে গিয়ে হামলা চালাল অভিভাবকেরা৷ রামেশ্বরের স্ত্রী এবং মেয়ের উপরে অকথ্য অত্যাচার চালাল তারা৷
জানা গিয়েছে, স্কুলের পিছনের একটি কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন রামেশ্বর৷ সেই বাড়িতেই বৃহস্পতিবার সকালে হামলা চালায় উত্তেজিত অভিভাবকেরা৷ অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে বাড়ি থেকে বের করে কিল-চড়-ঘুষি মারা হয় বলে অভিযোগ ওঠে৷ রামেশ্বরের মা হৃদরোগে আক্রান্ত৷ কিন্তু তাকেও মাটিতে ফেলে এলোপাথারি মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সময় রামেশ্বরের বাড়িতে ছিলেন রামেশ্বরের স্ত্রী এবং মেয়েও৷ তাদের উপরেও হামলা চালায় অভিভাবকেরা৷
advertisement
উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষের থেকে বারবার অভিভাবকদের শান্ত হওয়ার অনুরোধ করা হয়৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
যৌন নির্যাতনের ঘটনায় আলিপুর মাল্টিপারপাস স্কুলে উত্তেজনা, অভিযুক্তের বাড়িতে হামলা অভিভাবকদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement