SIT-এর দায়িত্ব নিচ্ছেন না, অসম পুলিশের IG পদে যোগ দিচ্ছেন অখিলেশ সিং

Last Updated:

সিটের দায়িত্ব কে নেবেন? জল্পনা দিল্লীতে

#কলকাতা : বুধবার নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া SIT প্রধান হিসেবে অখিলেশ সিং-এর নাম ঘোষণা করে হাইকো‍র্ট। কিন্তু SIT-এর দায়িত্ব নিচ্ছেন না অখিলেশ সিং। ১৫ নভেম্বর সিবিআই ছেড়েছেন অখিলেশ, অসম পুলিশের IG পদে যোগ দিচ্ছেন তিনি।
চলতি মাসের ১৫ নভেম্বর অখিলেশ সিং-কে  রিলিজ করা হয়েছে সিবিআই থেকে। কিছু দিনের মধ্যে অসম ক্যাডারে  আইজি পদে যোগ দেবেন তিনি।মাস খানেক আগেই অসম সরকারের তরফে অখিলেশ সিং-কে আইজি পদে ফেরতের জন্য আবেদন জানানো হয়। সেই অনুসারে সিবিআই গত ১৫ নভেম্বর তাঁকে সিবিআই থেকে রিলিজ করা হয়। এরপর  বুধবারের হাই কোর্ট-এর নির্দেশের পরই  জল্পনা শুরু হয়, কে নেবেন সিটের দায়িত্ব?
advertisement
পরবর্তী সিটের দায়িত্বে কে আসবেন? তা নিয়েই সিবিআই-এর অন্দরে চলছে জল্পনা। দিল্লীতে উচ্চ পর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে সিটের দায়িত্বে অখিলেশের জায়গায় কে আসবেন ? সিবিআই সূত্রে খবর, ডিআইজি সিবিআই অখিলেশ কুমার সিং ২০২১ সালের ১৭ মে নারদাকাণ্ডে চার হেভিয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ( প্রয়াত ) এবং শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে নিয়ে এসে গ্রেফতার করেছিলেন। তিনি বগুটুই অগ্নিকাণ্ড, ভাদু শেখ খুন ,হাঁসখালিতে গণ ধর্ষণ , ঝালদা-সহ একাধিক মামলার তদন্ত করেছেন। এছাড়া কয়লাপাচার কাণ্ড থেকে গরু পাচারের মত গুরুত্বপূর্ণ মামলার তদন্ত-ও করেছিলেন তিনি । এমনকি রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাই কোর্ট সিবিআইকে তদন্ত ভার। সেই তদন্তকারী অফিসারদের মধ্যে  রয়েছেন  অখিলেশ কুমার সিং । তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তদন্তের ক্ষেত্রে।
advertisement
advertisement
বিকাশ মিশ্র  থেকে চার কয়লা মাফিয়া গ্রেফতার ( বর্তমানে জামিনে রয়েছেন )-সহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রেফতার অখিলেশ সি-এর হাতেই। কিছু মাস আগে দায়িত্ব নেন দিল্লির সিবিআই দফতরের। সিবিআই সূত্রে খবর, সিবিআইতে আসার আগে তিনি অসমে  গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ডিআইজি দিফু, শিলচর, গুয়াহাটি রেঞ্জ, এছাড়া এসপি গোয়ালপাড়া, শিবসাগর,  তিনসুকিয়া ডিস্ট্রিক্ট-এ ছিলেন। প্রতি ক্ষেত্রে তিনি আইন কাজ করেছেন।
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIT-এর দায়িত্ব নিচ্ছেন না, অসম পুলিশের IG পদে যোগ দিচ্ছেন অখিলেশ সিং
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement