Mamata Banerjee meets Akhil Gogoi: মমতার সঙ্গে বৈঠক করলেন অখিল গগৈ, অসমের বিধায়ককে দলে টানতে কেন আগ্রহী তৃণমূল?

Last Updated:

অখিল গগৈ অসমের শিবসাগর জেলার বিধায়ক৷ অসমে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন তিনি (Mamata Banerjee meets Akhil Gogoi)৷

#কলকাতা: কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন অসমের বিধায়ক অখিল গগৈ৷ সরকারই ভাবে তৃণমূলের তরফে এ নিয়ে কোনও বিবৃতি না দেওয়া হলেও শাসক দলের সূত্রে এমনই খবর মিলেছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে মুখ না খুললেও অখিল গগৈ স্বীকার করে নিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে৷ তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাও স্পষ্ট করে দিয়েছেন অখিল৷ শুক্রবারই তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি৷
তৃণমূল সূত্রে খবর, শনিবার কলকাতায় এসেছিলেন অখিল গগৈ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতই তাঁর কলকাতা সফরের মূল উদ্দেশ্য ছিল৷ তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে অখিল বলেন, 'অসমে তৃণমূলের যে রাজ্য কমিটি হবে, আমাকে তার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ যাঁরা গণতন্ত্রে বিশ্বাস রাখেন, তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নবজাগরণের প্রতীক৷ বিজেপি, আরএসএস-এর সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশকে নেতৃত্ব দিচ্ছেন৷'
advertisement
অখিল গগৈ অসমের শিবসাগর জেলার বিধায়ক৷ অসমে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন তিনি৷ এমন কি গ্রেফতার হয়ে ১৯ মাস কারাবাসেও থাকতে হয় তাঁকে৷ অসমে অখিলের আলাদা জনভিত্তি রয়েছে৷ প্রতিবেশী রাজ্যে দলের সংগঠন ছড়িয়ে দিতে তাই অখিলের উপরেই ভরসা রাখছে তৃণমূল৷
advertisement
অসমের বেশ কিছু অংশে বাঙালি জনসংখ্যা যথেষ্টই উল্লেখযোগ্য৷ তাঁদের মধ্যে একটা বড় অংশেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন থাকবে৷ এর সঙ্গে অখিল গগৈয়ের জনভিত্তিকে যোগ করে অসমেও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে শাসক দল৷ কারণ ২০২৪-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে যতটা সম্ভব ভাল ফল করা লক্ষ্য তৃণমূলের৷ যে রাজ্যগুলিকে এ রাজ্যের শাসক দল টার্গেট করেছে, তার মধ্যে অন্যতম অসম৷ ২০২৪-এ সংখ্যার খেলায় নিজেদের অবস্থান আরও মজবুত করতেই পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যের দিকেও তাকাতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে৷ এই পরিকল্পনা সফল হলে একদিকে যেমন বিজেপি-কে দুর্বল করা যাবে, তেমনই বিরোধী জোটে তৃণমূলও নির্ণায়ক ভূমিকা নিতে পারবে৷
advertisement
এই মুহূর্তে অসমে অখিলের নিজস্ব রাজনৈতিক দল রয়েছে৷ যার নাম রাইজোর দল৷ সিএএ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হন অখিল৷ জেলে থাকাকালীনই রাজনৈতিক দল গঠন করেন তিনি৷ এর পর চলতি বছরের নির্বাচনেই শিবসাগর কেন্দ্র থেকে জয়ী হন তরুণ এই নেতা৷ ফলে অসমের রাজনীতিতে যথেষ্ট জনপ্রিয় মুখ অখিল৷ সেই কারণে অসমে সংগঠন বিস্তারে অখিলকে সঙ্গে নিতে আগ্রহী তৃণমূল৷ কবে অখিল তৃণমূলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়৷ কিন্তু সেই সম্ভাবনা যে প্রবল, তা অখিলের কথাতেই স্পষ্ট৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee meets Akhil Gogoi: মমতার সঙ্গে বৈঠক করলেন অখিল গগৈ, অসমের বিধায়ককে দলে টানতে কেন আগ্রহী তৃণমূল?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement