Mamata Banerjee meets Akhil Gogoi: মমতার সঙ্গে বৈঠক করলেন অখিল গগৈ, অসমের বিধায়ককে দলে টানতে কেন আগ্রহী তৃণমূল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অখিল গগৈ অসমের শিবসাগর জেলার বিধায়ক৷ অসমে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন তিনি (Mamata Banerjee meets Akhil Gogoi)৷
#কলকাতা: কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন অসমের বিধায়ক অখিল গগৈ৷ সরকারই ভাবে তৃণমূলের তরফে এ নিয়ে কোনও বিবৃতি না দেওয়া হলেও শাসক দলের সূত্রে এমনই খবর মিলেছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে মুখ না খুললেও অখিল গগৈ স্বীকার করে নিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে৷ তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাও স্পষ্ট করে দিয়েছেন অখিল৷ শুক্রবারই তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি৷
তৃণমূল সূত্রে খবর, শনিবার কলকাতায় এসেছিলেন অখিল গগৈ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতই তাঁর কলকাতা সফরের মূল উদ্দেশ্য ছিল৷ তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে অখিল বলেন, 'অসমে তৃণমূলের যে রাজ্য কমিটি হবে, আমাকে তার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ যাঁরা গণতন্ত্রে বিশ্বাস রাখেন, তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নবজাগরণের প্রতীক৷ বিজেপি, আরএসএস-এর সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশকে নেতৃত্ব দিচ্ছেন৷'
advertisement
অখিল গগৈ অসমের শিবসাগর জেলার বিধায়ক৷ অসমে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন তিনি৷ এমন কি গ্রেফতার হয়ে ১৯ মাস কারাবাসেও থাকতে হয় তাঁকে৷ অসমে অখিলের আলাদা জনভিত্তি রয়েছে৷ প্রতিবেশী রাজ্যে দলের সংগঠন ছড়িয়ে দিতে তাই অখিলের উপরেই ভরসা রাখছে তৃণমূল৷
advertisement
অসমের বেশ কিছু অংশে বাঙালি জনসংখ্যা যথেষ্টই উল্লেখযোগ্য৷ তাঁদের মধ্যে একটা বড় অংশেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন থাকবে৷ এর সঙ্গে অখিল গগৈয়ের জনভিত্তিকে যোগ করে অসমেও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে শাসক দল৷ কারণ ২০২৪-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে যতটা সম্ভব ভাল ফল করা লক্ষ্য তৃণমূলের৷ যে রাজ্যগুলিকে এ রাজ্যের শাসক দল টার্গেট করেছে, তার মধ্যে অন্যতম অসম৷ ২০২৪-এ সংখ্যার খেলায় নিজেদের অবস্থান আরও মজবুত করতেই পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যের দিকেও তাকাতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে৷ এই পরিকল্পনা সফল হলে একদিকে যেমন বিজেপি-কে দুর্বল করা যাবে, তেমনই বিরোধী জোটে তৃণমূলও নির্ণায়ক ভূমিকা নিতে পারবে৷
advertisement
এই মুহূর্তে অসমে অখিলের নিজস্ব রাজনৈতিক দল রয়েছে৷ যার নাম রাইজোর দল৷ সিএএ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হন অখিল৷ জেলে থাকাকালীনই রাজনৈতিক দল গঠন করেন তিনি৷ এর পর চলতি বছরের নির্বাচনেই শিবসাগর কেন্দ্র থেকে জয়ী হন তরুণ এই নেতা৷ ফলে অসমের রাজনীতিতে যথেষ্ট জনপ্রিয় মুখ অখিল৷ সেই কারণে অসমে সংগঠন বিস্তারে অখিলকে সঙ্গে নিতে আগ্রহী তৃণমূল৷ কবে অখিল তৃণমূলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়৷ কিন্তু সেই সম্ভাবনা যে প্রবল, তা অখিলের কথাতেই স্পষ্ট৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2021 10:16 PM IST