Akhil Giri: 'মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব, কোনও আধিকারিকের কাছে নয়!' এবার কী করবেন, জানিয়ে দিলেন অখিল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
গত শনিবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে জবরদখল আটকাতে যাওয়া বন দফতরের এক মহিলা রেঞ্জারকে হুমকি দেওয়া এবং কুকথা বলার অভিযোগ ওঠে অখিলের বিরুদ্ধে৷
কলকাতা মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেও তিনি কোনও সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না৷ দলের নির্দেশ মতো মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পরেও নিজের অবস্থানে অনড় প্রাক্তন কারামন্ত্রী এবং রামনগরের বিধায়ক অখিল গিরি৷ তাঁর স্পষ্ট কথা, গত শনিবার তাজপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত হলেও ক্ষমা চাইবেন না৷
অখিল গিরি জানিয়েছেন, মুখ্যসচিবের মাধ্যেম মুখ্যমন্ত্রীকে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন৷ ই মেলে পদত্যাগপত্র পাঠানোর পর এ দিন নবান্নে নিজের লিখিত পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন৷ আজ বিধানসভাতেও যাওয়ার কথা অখিলের৷
advertisement
প্রাক্তন কারামন্ত্রী বলেন, ‘উত্তেজনার মাথায় যা বলেছি তার জন্য অনুতপ্ত৷ কিন্তু যা করেছি তার জন্য অনুতপ্ত নই৷’ অখিল জানিয়ে দিয়েছেন, গোটা ঘটনার কথা তিনি নিজেও মুখ্যমন্ত্রীকে লিখিত ভাবে জানাবেন৷ বিধানসভায় দেখা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলবেন৷
advertisement
কিন্তু মন্ত্রিত্ব যাওয়ার পর কী করবেন অখিল? প্রাক্তন কারামন্ত্রী বলেন, ‘২০২৬ সাল পর্যন্ত আমি বিধায়ক আছি৷ মানুষের জন্য কাজ করব৷ দল যা নির্দেশ দেবে পালন করব৷’
গত শনিবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে জবরদখল আটকাতে যাওয়া বন দফতরের এক মহিলা রেঞ্জারকে হুমকি দেওয়া এবং কুকথা বলার অভিযোগ ওঠে অখিলের বিরুদ্ধে৷ এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই দ্রুত তৎপর হয় তৃণমূল নেতৃত্ব৷ অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পাশাপাশি ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেয় শাসক দল৷ যদিও প্রথম থেকেই অনড় অখিল জানিয়ে দেন, দলের নির্দেশ মেনে পদত্যাগ করলেও তিনি বন দফতরের ওই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইবেন না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 1:23 PM IST