বিমানে পোড়া গন্ধ ! কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের

Last Updated:

বিমানে আচমকাই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সোমবার গভীর রাতে কলকাতায় জরুরি অবতরণ করল দিল্লি থেকে হং-কং-গামী এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান ৷

#কলকাতা: বিমানে আচমকাই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সোমবার গভীর রাতে কলকাতায় জরুরি অবতরণ করে দিল্লি থেকে হং-কং-গামী এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটির ভিতরে আচমকাই পোড়া গন্ধ বেরোতে শুরু করায় রাত ২.১৫ নাগাদ বিমানটিকে নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট ৷
বিমানের ভিতরে প্রথমে পোড়া গন্ধ পান কিছু যাত্রী এবং বিমানকর্মীরা ৷ তারপরেই কাছাকাছি কোনও শহরের এয়ারপোর্টে প্লেনটিকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট ৷ বিমানে ছিলেন ১০ জন বিমানকর্মী-সহ মোট ২১৬ জন যাত্রী ৷ কী থেকে সেই দুর্গন্ধ বেরোচ্ছিল সেটা প্রাথমিকভাবে বোঝা না গেলেও পরে জানা যায় যে বিমানের বাতানুকূল যন্ত্র বিগড়ে যাওয়াতেই এই দুর্গন্ধ ছড়িয়েছিল৷
advertisement
বেশ কিছু যাত্রীদের অন্য বিমানে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া ছাড়াও বাকিদের স্থানীয় হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ৷ মেরামতির পর কলকাতা থেকে মঙ্গলবার সন্ধে ৭.৩০টা নাগাদ ফের হং-কং-এর উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনারটি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিমানে পোড়া গন্ধ ! কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement