Air India: ১৬ সেপ্টেম্বর থেকে চালু কলকাতা-লন্ডন সরাসরি উড়ান, শুরু টিকিট বুকিং

Last Updated:

বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত এয়ার ইন্ডিয়ার কলকাতা-লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বর থেকে ৷

#কলকাতা: ২০০৯-এর মার্চ ৷ কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে শেষবারের মতো উড়ে গিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান ৷ এয়ার ইন্ডিয়া দমদম বিমানবন্দর থেকে লন্ডনের সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল তার একবছর আগে অর্থাৎ ২০০৮ সালেই ৷ দীর্ঘ ১১ বছর পর ফের কলকাতা থেকে লন্ডনের সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে চলতি মাস থেকেই ৷
advertisement
বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত এয়ার ইন্ডিয়ার কলকাতা-লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বর থেকে ৷ মঙ্গলবারই এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বন্দে ভারত মিশনের ষষ্ঠ পর্যায়ের অন্তর্গত কলকাতা-লন্ডনের সরাসরি বিমান আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে ৷ তার জন্য টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট, বুকিং অফিস, কল সেন্টার এবং অথারাইজড ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৷
advertisement
সপ্তাহে দু’দিন করে এই বিমান চলবে বলে জানানো হয়েছে ৷ কলকাতা থেকে লন্ডনের বিমান চলবে বৃহস্পতিবার এবং রবিবার ৷ অন্যদিকে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে কলকাতাগামী বিমান উড়বে বুধবার এবং শনিবার করে ৷
নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের বিমান ছাড়ার সময় ভোর ৬টা ২০ মিনিট ৷ লন্ডনে এয়ার ইন্ডিয়ার বিমান গিয়ে পৌঁছবে সেখানকার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ৷ অন্যদিকে লন্ডন থেকে কলকাতার বিমান ছাড়বে সপ্তাহের বুধবার এবং শনিবার দুপুর ১২টায় ৷ কলকাতা এসে সেটি পৌঁছবে রাত ২টো ২০ মিনিট নাগাদ ৷ যে সমস্ত ভারতীয় নাগরিকরা করোনার জেরে ব্রিটেনে আটকে আছেন তাঁরা তো বটেই ৷ যাঁদের কাছে দীর্ঘ-মেয়াদি ব্রিটিশ বা ভারতীয় ভিসা রয়েছে, তাঁরাও এই বিমানে যাত্রা করতে পারবেন বলে জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Air India: ১৬ সেপ্টেম্বর থেকে চালু কলকাতা-লন্ডন সরাসরি উড়ান, শুরু টিকিট বুকিং
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement