বিজেপি-কে মদতের অভিযোগ, ওয়াইসির মিম ভেঙে তৃণমূলে একঝাঁক নেতা

Last Updated:

ব্রাত্য বসু দাবি করেন, বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তিকে সুবিধে করে দেওয়া মিমের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আনওয়ার পাশা এবং অন্যান্য নেতারা তৃণমূলে যোগদান করলেন৷

#কলকাতা: তৃণমূলে যোগদান করলেন পশ্চিমবঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির দল মিমের(এআইএমআইএম) অন্যতম প্রধান মুখ আনওয়ার হুসেন পাশা সহ একঝাঁক নেতা৷ এ দিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি৷ পাশা ছাড়া মিমের আরও বেশ কিছু জেলা স্তরের নেতা কর্মীরাও তৃণমূলে যোগদান করেছেন৷
ব্রাত্য বসু দাবি করেন, বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তিকে সুবিধে করে দেওয়া মিমের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আনওয়ার পাশা এবং অন্যান্য নেতারা তৃণমূলে যোগদান করলেন৷ পশ্চিমবঙ্গের মিমের সংগঠনের সবাই তৃণমূলে যোগদান করলেন বলে দাবি করেছেন ব্রাত্য বসু৷ তাঁর দাবি, সবার পাশে থাকার যে নীতি তৃণমূল সরকার নিয়েছে এবং যা উন্নয়ন হয়েছে, তাতে আকৃষ্ট হয়ে মিমের পশ্চিমবঙ্গের নেতারা শাসক দলে যোগদান করলেন৷
advertisement
তৃণমূলে যোগদান করে আনোয়ার হুসেন বলেন, 'বিহারে যা হয়েছে তাতে স্পষ্ট কিছু শক্তি বাংলায় প্রবেশের চেষ্টা করছে৷ তারা এখানে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে তা বাংলার সংস্কৃতি নয়৷ ভোটের মেরুকরণ করে তারা বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে৷ কিন্তু বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এতটাই পোক্ত যে একটা ইটও নড়ানো যাবে না৷' মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা তোষণের রাজনীতির অভিযোগও খারিজ করে দিয়েছেন আনোয়ার হুসেন৷ মিমের জন্যই বিজেপি বিহারে ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন আনোয়ার হুসেন৷
advertisement
advertisement
যদিও আনোয়ার হুসেন সহ তৃণমূলে যোগদানকারী নেতাদের মিম-এর সঙ্গে যুক্ত ছিলেন না বলেই দাবি করেছেন মিমের সর্বভারতীয় মুখপাত্র ওয়াসিম ওয়াকার৷ তাঁর দাবি, ওই নেতাদের বহুদিন আগেই বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেন ওয়াকার৷ এতে পশ্চিমবঙ্গে মিমের কোনও ক্ষতি হবে না বলেই দাবি করেছেন ওয়াসিম ওয়াকার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি-কে মদতের অভিযোগ, ওয়াইসির মিম ভেঙে তৃণমূলে একঝাঁক নেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement