বিজেপি-কে মদতের অভিযোগ, ওয়াইসির মিম ভেঙে তৃণমূলে একঝাঁক নেতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ব্রাত্য বসু দাবি করেন, বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তিকে সুবিধে করে দেওয়া মিমের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আনওয়ার পাশা এবং অন্যান্য নেতারা তৃণমূলে যোগদান করলেন৷
#কলকাতা: তৃণমূলে যোগদান করলেন পশ্চিমবঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির দল মিমের(এআইএমআইএম) অন্যতম প্রধান মুখ আনওয়ার হুসেন পাশা সহ একঝাঁক নেতা৷ এ দিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি৷ পাশা ছাড়া মিমের আরও বেশ কিছু জেলা স্তরের নেতা কর্মীরাও তৃণমূলে যোগদান করেছেন৷
ব্রাত্য বসু দাবি করেন, বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তিকে সুবিধে করে দেওয়া মিমের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আনওয়ার পাশা এবং অন্যান্য নেতারা তৃণমূলে যোগদান করলেন৷ পশ্চিমবঙ্গের মিমের সংগঠনের সবাই তৃণমূলে যোগদান করলেন বলে দাবি করেছেন ব্রাত্য বসু৷ তাঁর দাবি, সবার পাশে থাকার যে নীতি তৃণমূল সরকার নিয়েছে এবং যা উন্নয়ন হয়েছে, তাতে আকৃষ্ট হয়ে মিমের পশ্চিমবঙ্গের নেতারা শাসক দলে যোগদান করলেন৷
advertisement
তৃণমূলে যোগদান করে আনোয়ার হুসেন বলেন, 'বিহারে যা হয়েছে তাতে স্পষ্ট কিছু শক্তি বাংলায় প্রবেশের চেষ্টা করছে৷ তারা এখানে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে তা বাংলার সংস্কৃতি নয়৷ ভোটের মেরুকরণ করে তারা বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে৷ কিন্তু বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এতটাই পোক্ত যে একটা ইটও নড়ানো যাবে না৷' মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা তোষণের রাজনীতির অভিযোগও খারিজ করে দিয়েছেন আনোয়ার হুসেন৷ মিমের জন্যই বিজেপি বিহারে ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন আনোয়ার হুসেন৷
advertisement
advertisement
যদিও আনোয়ার হুসেন সহ তৃণমূলে যোগদানকারী নেতাদের মিম-এর সঙ্গে যুক্ত ছিলেন না বলেই দাবি করেছেন মিমের সর্বভারতীয় মুখপাত্র ওয়াসিম ওয়াকার৷ তাঁর দাবি, ওই নেতাদের বহুদিন আগেই বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেন ওয়াকার৷ এতে পশ্চিমবঙ্গে মিমের কোনও ক্ষতি হবে না বলেই দাবি করেছেন ওয়াসিম ওয়াকার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2020 4:25 PM IST