AIIMS: এইমসে হবে সিদ্ধা, আয়ুর্বেদ চিকিৎসা! বাদ থাকবে না সরকারি হাসপাতালও, মোদির নির্দেশ জানালেন মন্ত্রী
- Published by:Satabdi Adhikary
- Written by:Onkar Sarkar
Last Updated:
সেই প্রস্তাব মঞ্জুর করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এখানে আগামী দিনে হোমিওপ্যাথি ঔষধ তৈরি করার কেন্দ্রীয় পরিকল্পনার কথাও জানিয়েছেন।
কলকাতা: ‘‘দেশজুড়ে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ইন্টিগ্রেটেড মেডিসিন। দেশের সমস্ত এইমসে মর্ডান মেডিসিনের পাশাপাশি থাকবে হোমিওপ্যাথি, সিদ্ধা, আয়ুর্বেদ, য়ুনানি, যোগার মতো আয়ুষ চিকিৎসাও। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনই নির্দেশ দিয়েছেন।’’ সম্প্রতি সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই কথা জানালেন কেন্দ্রীয় আয়ুষ এবং জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
কিন্তু, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিষয়টির বিরোধিতা করবে না তো? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এই নিয়ে বৈঠক করা হয়েছে, দুই মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করে পরিকল্পনা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে।’’ কেন্দ্রীয় মন্ত্রী আরও স্পষ্ট করে জানান, ‘‘শুধুমাত্র এইমস-এই নয়, আগামী দিনে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালেও মর্ডান মেডিসিনের পাশাপাশি থাকবে আয়ুষ পরিষেবা।’’
advertisement
আরও পড়ুন: বুথের ভিতরে দেদার ছাপ্পা দিচ্ছেন খোদ প্রার্থী! ভিডিও দেখে চমকে গেলেন, সঙ্গে সঙ্গে কড়া নির্দেশ বিচারপতির
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির স্নাতক স্তরের ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেলের ভিত্তিক প্রস্তর স্থাপন করার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় আয়ুষ এবং জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রের ৪৬ কোটি টাকা ব্যায় করে এখানেই গড়ে উঠবে আট তলা হোস্টেল বিল্ডিং। প্রস্তাবিত এই ভবনে ৪০০ জনের কিছু বেশি হোমিওপ্যাথি পড়ুয়ার থাকার ব্যবস্থা করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন: একটা হাত বাইকের হ্যান্ডেলে, আর একটা…! অ্যাপ বাইকে উঠে ভয়ঙ্কর বিপদে পড়লেন তরুণী
তিনি জানান, ‘‘রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পাশের রাজ্যগুলো থেকে দৈনিক কম বেশি প্রায় তিন হাজার মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। প্রত্যেক রোগীকে প্রায় ৪০ মিনিট সময় দেন চিকিৎসকেরা, এটা অভূতপূর্ব দৃষ্টান্ত।’’
সেই অনুষ্ঠানেই এই হাসপাতালের জন্য দেড়শো বেড বৃদ্ধির পাশাপাশি ১৫০০ জনের বসার মতো একটি অডিটোরিয়ামের প্রস্তাব দেন এই হাসপাতালের অধিকর্তা সুভাষ সিং। সেই প্রস্তাব মঞ্জুর করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এখানে আগামী দিনে হোমিওপ্যাথি ঔষধ তৈরি করার কেন্দ্রীয় পরিকল্পনার কথাও জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 23, 2023 8:14 PM IST