খারাপ আবহাওয়ায় পোর্ট ব্লেয়ার থেকে ফিরে এল বিমান, AI-এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ যাত্রীদের
Last Updated:
#কলকাতা: খারাপ আবহাওয়ায় গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় বাতিল হয়েছে একাধিক বিমান ৷ গতকাল, বৃহস্পতিবার রাতেও খারাপ আবহাওয়ায় আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামতে পারল না এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷
গতকাল কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার AI3707 বিমানটি ৷ রাত সাড়ে ৯টায় পোর্ট ব্লেয়ারে নামতে পারেনি বিমানটি ৷ খারাপ আবহাওয়ায় পোর্ট ব্লেয়ারে নামতে পারেনি বিমানটি ৷
advertisement
advertisement
বিমানে মোট ১৩৮ জন যাত্রী ছিলেন ৷ গতকাল, বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটেই কলকাতায় ফিরে আসে বিমানটি ৷ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন যাত্রীরা ৷ লাউঞ্জে এর জন্য বিক্ষোভও দেখান বিমান যাত্রীরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 21, 2018 9:26 AM IST