পঞ্চাশে পুজো, একান্নয় উৎসব! সুবর্ণজয়ন্তীতে আড়ম্বর ভুলে মানুষের পাশে আহিরীটোলা যুব বৃন্দ

Last Updated:

করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছে আহিরীটোলা যুব বৃন্দ। ৫০ বছরের পুজোর তহবিল থেকেই চলেছে আমফান ও লকডাউনে জন-সেবা। এবার পূজোতেও চাঁদায় 'না' আহিরীটোলার।

#কলকাতা: উৎসব তোলা থাক আগামীর জন্য। এবছর না হয় নমো-নমো করেই। যতই হোক এবার পঞ্চাশ। এবার অনেক উপাসনা বাকি। উপাসনা এই সময় পার হওয়ার। পঞ্চাশে পঞ্চাশ এবার নাই বা হল। উত্তর কলকাতার আহিরীটোলার ভাবনা এবার পুজো থাক, জাঁক তোলা থাক একুশের জন্য।
পঞ্চাশে পুজো, একান্নয় উৎসব। এমনই এক অভিনব ট্যাগলাইন নিয়ে এবার পুজোয় আহিরীটোলা যুব বৃন্দ। আসলে এই বছরটা ছিল আহিরীটোলা যুব বৃন্দের সুবর্ণ জয়ন্তী। অর্ধ-শতবর্ষে জাঁকজমকের পরিকল্পনা ছিল ষোল আনা। পঞ্চাশের পুজোয় বাজেটও ছিল পুরো পঞ্চাশ।
যেমন পরিকল্পনা, তেমন কাজ। প্রতিমা বায়না থেকে মণ্ডপ সজ্জা কিংবা থিম নির্বাচন বছরের শুরুতেই সারা হয়ে গিয়েছিল সবটা। কোভিড বদলে দিয়েছে যুব বৃন্দের সব ভাবনা, সব পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তড়িঘড়ি পুজোয় নামা। অতিমারির বছরে তাই পুজো টুকুই সার। বাকি আড়ম্বর তোলা রইল আগামীর জন্য।
advertisement
advertisement
তবে স্বল্প সময়ের পরিসরেও আহিরীটোলা যুব বৃন্দের পুজো রূপায়নে নিজস্বতার টান। শিল্পী প্রশান্ত পালের ভাবনায় থিম ভক্তিতেই মুক্তি। মায়ের পুজোর মূল উপকরণ প্রদীপ, মঙ্গল ঘট, লাল পাড় শাড়ি, আলপনা, গামছা দিয়ে সাজানো মণ্ডপে অভিনবত্ব চোখ টানে।
করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছে আহিরীটোলা যুব বৃন্দ। ৫০ বছরের পুজোর তহবিল থেকেই চলেছে আমফান ও লকডাউনে জন-সেবা। এবার পূজোতেও চাঁদায় 'না' আহিরীটোলার। কোভিড ধাক্কায় বাজেট কমেছে ৮০%। তবু মন জয়ের প্রতিশ্রুতি দেওয়া থাকলো যুববৃন্দের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চাশে পুজো, একান্নয় উৎসব! সুবর্ণজয়ন্তীতে আড়ম্বর ভুলে মানুষের পাশে আহিরীটোলা যুব বৃন্দ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement