#কলকাতা: উৎসব তোলা থাক আগামীর জন্য। এবছর না হয় নমো-নমো করেই। যতই হোক এবার পঞ্চাশ। এবার অনেক উপাসনা বাকি। উপাসনা এই সময় পার হওয়ার। পঞ্চাশে পঞ্চাশ এবার নাই বা হল। উত্তর কলকাতার আহিরীটোলার ভাবনা এবার পুজো থাক, জাঁক তোলা থাক একুশের জন্য।
পঞ্চাশে পুজো, একান্নয় উৎসব। এমনই এক অভিনব ট্যাগলাইন নিয়ে এবার পুজোয় আহিরীটোলা যুব বৃন্দ। আসলে এই বছরটা ছিল আহিরীটোলা যুব বৃন্দের সুবর্ণ জয়ন্তী। অর্ধ-শতবর্ষে জাঁকজমকের পরিকল্পনা ছিল ষোল আনা। পঞ্চাশের পুজোয় বাজেটও ছিল পুরো পঞ্চাশ।
যেমন পরিকল্পনা, তেমন কাজ। প্রতিমা বায়না থেকে মণ্ডপ সজ্জা কিংবা থিম নির্বাচন বছরের শুরুতেই সারা হয়ে গিয়েছিল সবটা। কোভিড বদলে দিয়েছে যুব বৃন্দের সব ভাবনা, সব পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তড়িঘড়ি পুজোয় নামা। অতিমারির বছরে তাই পুজো টুকুই সার। বাকি আড়ম্বর তোলা রইল আগামীর জন্য।
তবে স্বল্প সময়ের পরিসরেও আহিরীটোলা যুব বৃন্দের পুজো রূপায়নে নিজস্বতার টান। শিল্পী প্রশান্ত পালের ভাবনায় থিম ভক্তিতেই মুক্তি। মায়ের পুজোর মূল উপকরণ প্রদীপ, মঙ্গল ঘট, লাল পাড় শাড়ি, আলপনা, গামছা দিয়ে সাজানো মণ্ডপে অভিনবত্ব চোখ টানে।
করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছে আহিরীটোলা যুব বৃন্দ। ৫০ বছরের পুজোর তহবিল থেকেই চলেছে আমফান ও লকডাউনে জন-সেবা। এবার পূজোতেও চাঁদায় 'না' আহিরীটোলার। কোভিড ধাক্কায় বাজেট কমেছে ৮০%। তবু মন জয়ের প্রতিশ্রুতি দেওয়া থাকলো যুববৃন্দের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: durga-puja-2020, Puja-in-corona