যাদবপুরে আরএসএসের অনুষ্ঠানে গন্ডগোল, গ্রেফতার বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের ৩ সদস্য

Last Updated:

যাদবপুরের ৮বিতে আরএসএসের অনুষ্ঠানে গন্ডগোল। ২ আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ।

#কলকাতা: যাদবপুরের ৮বিতে আরএসএসের অনুষ্ঠানে গন্ডগোল। ২ আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের ৩ সদস্য। যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান ওই সংগঠনের সদস্যরা। যাদবপুর থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। তিন ঘণ্টা পর অভিযোগ নেয় থানা। রাতে থানার সামনে অবস্থান করে বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের সদস্যরা। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে।
গতকাল সন্ধেবেলায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর ৮বি ৷ শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার প্রতিবাদে আরএসএস প্রভাবিত হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চর কর্মসূচি ভণ্ডুল করে দিল বিরোধীরা। রণক্ষেত্র হল যাদবপুর এইট বি। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। আক্রান্ত বেশ কয়েকজন RSS ও পুলিশ কর্মী। প্রতিবাদ কর্মসূচি নয়, ফের লেনিনের মূর্তি ভাঙার চক্রান্ত ছিল, দাবি সিপিএমের।
advertisement
সন্ধে সাড়ে ৬টা । যাদবপুর এইট বিতে জড়ো হতে শুরু করেছিলেন বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চর কর্মীরা। তখনই বিরোধী সংগঠনগুলির প্রবল বিরোধিতার মুখে পড়তে হয় তাঁদের। ধস্তাধস্তি থেকে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।
advertisement
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ততক্ষণে এলাকায় যাদবপুর থানার পুলিশ। এর মধ্যেই RSS-এর এক নেতাকে সামনে পেয়ে চলে বাঁশ, লাঠি দিয়ে বেদম মার।
advertisement
বিরোধী সমর্থকদের তুলনায় বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের কর্মীদের সংখ্যা ছিল হাতে গোনা। তাই বাঁচতে অটো করেও পালাতে হয় RSS নেতাকে।
বামেদের অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি নয়, যাদবপুরের লেনিনের মূর্তি ভাঙাই ছিল বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চর উদ্দেশ্য।
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে আরএসএসের অনুষ্ঠানে গন্ডগোল, গ্রেফতার বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের ৩ সদস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement