ফের রাতের শহরে বোমাবাজি-গুলি, উত্তপ্ত এন্টালির মতিঝিল এলাকা

Last Updated:

ফের রাতের শহরে বোমাবাজি। চলল গুলি। এলাকা দখল ঘিরে উত্তেজনা ছড়াল এন্টালির মতিঝিল এলাকায়।

#কলকাতা: ফের রাতের শহরে বোমাবাজি। চলল গুলি। এলাকা দখল ঘিরে উত্তেজনা ছড়াল এন্টালির মতিঝিল এলাকায়। গতকাল রাতে টিপু ও তাঁর দলবল এলাকায় ঢুকে গালিগালাজ শুরু করে।
প্রতিবাদ করেন স্থানীয়রা। এরপরই বোমা ছোড়ে টিপুর লোকেরা। কিন্তু, বোমা না ফাটায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন পেশায় ট্যাক্সি চালক মহম্মদ আরজু। তাঁর পেটে গুলি লেগেছে। আহত ব্যক্তি পার্ক সার্কাসের চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা জানান, টিপু এলাকার ত্রাস কালো বাপির সাগরেত। ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। কোনও রকম নিরাপত্তা ছাড়াই হাতে করে বোমা তুলে বালতিতে ফেলেন এক পুলিশ কর্মী। রাতভর এলাকায় ছিল পুলিশ পিকেট। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের রাতের শহরে বোমাবাজি-গুলি, উত্তপ্ত এন্টালির মতিঝিল এলাকা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement