সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল
Last Updated:
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷
#কলকাতা: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ৷ সরকারি চাকরিতে আবেদন করার সময়সীমা বাড়ল রাজ্য সরকার ৷ এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, চাকরিপ্রার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা ৷
শিক্ষামন্ত্রী এদিন ঘোষণা করেন, ‘গ্রুপ A ও গ্রুপ B পদে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হল ৷’ ফলে, আরও বেশি চাকরিপ্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বয়স পেরিয়ে যাওয়ায় যারা পরীক্ষায় বসতে চেয়েও সুযোগ পাচ্ছিলেন না, তাঁরাও উপকৃত হবেন। নতুন নিয়মে বলা হয়েছে,, গ্রুপ-A তে আবেদনের বয়সসীমা ৩২ থেকে বেড়ে হল ৩৬ বছর ৷ অর্থাৎ গ্রুপ A পদে ৩৬ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা ৷
advertisement
গ্রুপ-B তে আবেদনের বয়সসীমা ৩২ বছর থেকে বেড়ে দাঁড়াল ৩৯ বছর ৷ সংরক্ষণের আওতাভুক্ত পরীক্ষার্থীরা নিয়ম অনুযায়ী এই নির্ধারিত বয়সের উপর ছাড় পাবেন ৷ খুব তাড়াতাড়িই এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। তবে গ্রুপ-C ও D পদে আবেদনের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি ৷ আগের মতোই ৪০ বছর বয়স অবধি আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2017 6:02 PM IST