স্বাস্থ্যে ফের নিয়োগ, এবার নজরে ছ'টি মেডিক্যাল কলেজের পরিকাঠামো

Last Updated:

মেডিক্যাল  কলেজগুলির পরিকাঠামো আরও জোরদার করে তোলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

#কলকাতা: সম্প্রতি রাজ্যে কয়েক হাজার নার্স নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা।এবার রাজ্যের মেডিক্যাল কলেজগুলিকে পড়ানোর উপযোগী করে তোলার জন্য একাধিক নিয়োগের সিদ্ধান্ত। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ছটি মেডিকেল কলেজে কয়েকশো নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর ফুরফুরা গ্রামীণ হাসপাতালকে ৩০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যা করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উলুবেড়িয়া, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সহ আরও দুটো মেডিক্যাল কলেজে ১০২ জন অধ্যাপক, ১১ জন করে প্রতিটা কলেজে মোট ৬৬ জন সহযোগী অধ্যাপক ও ১২০ জন সহকারী অধ্যাপক, প্রতিটি কলেজে ২৪ জন করে  সিনিয়র রেসিডেন্ট  নিয়োগ করা হবে। মূলত মেডিক্যাল  কলেজগুলির পরিকাঠামো আরও জোরদার করে তোলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
অন্যদিকে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দমকল বিভাগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের জন্য দুটি ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য দমকল দফতর। এর জন্য রাজ্য মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। প্রাথমিকভাবে দুটি ড্রোন নেওয়া হলেও আরও বেশ কিছু ড্রোন কেনা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকটি দমকল কেন্দ্র সংস্কার হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
advertisement
advertisement
শিল্প নিয়েও এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর শিল্পের জন্য ব্যবহৃত লিজ হোল্ড জমি ফ্রি হোল্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জমি থেকে রাজ্যের আয় বাড়বে।পাশাপশি ৩০ বছরের জন্য লিজ হোল্ড জমি ৯৯ বছরের জন্য লিজ হোল্ড ও ৯৯ বছরের জমি ফ্রি হোল্ড করার সিদ্ধান্ত।এর জন্য ১৯৫৫ সালের জমি সংক্রান্ত আইন সংশোধন করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বিল সংশোধন করার জন্য বিধানসভায় পেশ হবে বলেও নবান্ন সূত্রে খবর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বাস্থ্যে ফের নিয়োগ, এবার নজরে ছ'টি মেডিক্যাল কলেজের পরিকাঠামো
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement