হোম /খবর /কলকাতা /
কলকাতা বইমেলায় ফের উত্তেজনা, ‘বই’ বিলিতে বাধা পুলিশের

কলকাতা বইমেলায় ফের উত্তেজনা, অভিযোগ ‘হনুমান চল্লিশা’ বিলিতে বাধা পুলিশের

বইমেলার শেষ দিনেও পিছু ছাড়ল না বিতর্ক ৷ ফের কলকাতা বইমেলায় উত্তেজনায় ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বইমেলার শেষ দিনেও পিছু ছাড়ল না বিতর্ক ৷ ফের কলকাতা বইমেলায় উত্তেজনা ৷ বিশ্ব হিন্দু পরিষদের স্টলের সামনে ছড়াল উত্তেজনা ৷ VHP কর্মীদের ‘হনুমান চল্লিশা’ বিলিতে বাধা দেওয়াকে ঘিরে ঝামেলার শুরু ৷ পুলিশের বিরুদ্ধে বই বিলিতে বাধা দেওয়ার অভিযোগ ৷

অন্যদিকে, শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বইমেলায় CAA বিরোধিতায় মিছিল করেন মানবাধিকার কর্মী, পড়ুয়ারা ৷ CAA বিরোধিতায় পোস্টার-স্লোগান নিয়ে মিছিল চলে বইমেলা চত্বর জুড়ে ৷ CAA সমর্থনে পাল্টা মিছিল শুরু করে VHP-বিজেপি ৷ লিটল ম্যাগাজিন স্টলের সামনে চলে প্রবল বিক্ষোভ ৷ আগেরদিনের ঘটনা মাথায় রেখেই এদিন VHP-র স্টলের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ ৷
Published by:Elina Datta
First published:

Tags: 44th Kolkata Book Fair, BJP, BJP leader Rahul Sinha, Book fair, CAA, CAA protest, Kolkata Book fair, NRC, Rahul Sinha, VHP