TET 2023: পরীক্ষা তো হল, এ বার ফলাফল কবে? টেট নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত প্রকাশ করা হল

Last Updated:

TET 2023: পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়ে বললেন,যখন বিজ্ঞপ্তি হবে, তখন আমরা নিয়োগ করব৷ সরকার শূন্যপদ দিলেই আমরা নিয়োগ শুরু করব৷

কলকাতা: মোটের উপর টেট পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে৷ কোথাও কোথাও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকলেও তা নিয়ে বিস্তারিত কিছু এখনই জানানো হল না পর্ষদের পক্ষ থেকে৷ শুধু বলা হল, ‘এটা হওয়ার কথা নয়, তবু আমরা দেখছি, তদন্ত করব৷’ পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠকে আশ্বাস দিয়ে বললেন,যখন বিজ্ঞপ্তি হবে, তখন আমরা নিয়োগ করব৷ সরকার শূন্যপদ দিলেই আমরা নিয়োগ শুরু করব৷
ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার বলেছেন, মোট আবেদন করেছিলেন ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী, এর মধ্যে ২ লক্ষ ৭২ হাজার ৬৩৯ জন পরীক্ষা দিয়েছেন। অর্থাৎ ৮৮.২২ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলায় সব থেকে বেশি পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তবে পরীক্ষার দিন প্রশ্নপত্র ভাইরাল হওয়া নিয়ে একাধিক বিষয় উঠে এসেছে৷ তিনি এই বিষয়ে বলেছেন, ‘আমাদের কাছে প্রশ্নপত্র নিয়ে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার কোনও অভিযোগ আসেনি। কোনও লিখিত অভিযোগ আসেনি। আমরা আপনাদের থেকে শুনলাম, ১টার পর প্রশ্নপত্রের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে এসেছে। বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে এসবের মাধ্যমে। তবে এইটুকুই বলতে পারি, আমরা ব্যবস্থা নেব। অভিযোগ তো অবশ্যই দেব। যা যা করার করব, এই নিয়ে তদন্ত করা হবে৷’
advertisement
advertisement
পরীক্ষা তো হল, এর পর নিয়োগ প্রক্রিয়া কী ভাবে পরিচালিত হবে৷ তা নিয়েও বিস্তারিত জানালেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি৷ তিনি বললেন, ‘আমরা কিছুদিনের মধ্যে মডেল উত্তরপত্র দেব৷ আমরা তারপর সময় দেয় পরীক্ষার্থীদের৷ তারা মতামত দেবে৷ আমাদের খুব বেশিদিন লাগবে রেজাল্ট বার করতে৷ আগের বার যেমন করেছিলাম, এ বারও সেভাবেই করার চেষ্টা করছি৷ তবে টেট একটি যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষা, বিজ্ঞপ্তি যখন বার হবে, তখন নিয়োগ হবে৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET 2023: পরীক্ষা তো হল, এ বার ফলাফল কবে? টেট নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত প্রকাশ করা হল
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement