নৌবাহিনীর বিমানে মিউজিয়াম হবে নিউটাউনে

Last Updated:
Ujjal Roy
#কলকাতা: একটি আস্ত বিমান। বিমানের মধ্যেই মিউজিয়াম। এর আগে বিশাখাপত্তনমে এই রকম একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে। সেখানের দর্শকদের মধ্যে একটা বড় অংশই এরাজ্যের বাসিন্দা। এবার কলকাতাতেও এই রকমই দ্বিতীয় মিউজিয়াম তৈরি হতে চলেছে। আগামীদিনে এই মিউজিয়ামটিও অনেক বেশি জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে ৷
রাজ্যের সঙ্গে মিউজিয়ামে তৈরির বিষয়ে আলোচনাও চূড়ান্ত। নিউটাউনে সেইমাফিক কাজও শুরু হয়েছে। জানুয়ারির শেষের দিকে বিমানটিকে আনার ব্যবস্থা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে মিউজিয়ামটি জনগণের জন্য খুলে দেওয়া হতে পারে বলে সোমবার কলকাতায় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে ৷
advertisement
advertisement
বিশাখাপত্তনমে বিমানের মধ্যে মিউজিয়াম বিশাখাপত্তনমে বিমানের মধ্যে মিউজিয়াম
নৌবাহিনী কীভাবে কাজ করে? বিশাল সমুদ্রের মধ্যে কীভাবে নজরদারি চালায়? শত্রুর আক্রমণের মুখে কীভাবে প্রাচীর তৈরি করে দেশের নিরাপত্তা নিশ্চিত করে এ সবই জানার সুযোগ থাকবে এই মিউজিয়ামে। একই সঙ্গে বিমানের ভিতরে ঢুকে ভিতরের সরঞ্জাম দেখাটা তো অবশ্যই একটা বাড়তি পাওনা হবে। একই সঙ্গে দেশের জন্য নতুন প্রজন্মকে নৌবাহিনীতে আগ্রহ বাড়ানোটাও একটা উদ্দেশ্য ৷
advertisement
প্রায় ৩০ বছর ধরে দেশের সেবা করে চলেছে নৌবাহিনীর বিশেষ বিমান টিইউ১৪২। রাশিয়ায় তৈরি এই বিমান একবার জ্বালানি ভরলে টানা ১৬ ঘন্টা উড়তে পারত। অনেক অপারেশনে এই বিমানের হাত ধরেই সাফল্য এসেছে । কিন্তু বয়স বেড়েছে নৌবাহিনীর আদরের এই বিমানটির। এবার বিশ্রাম প্রয়োজন। তাই বাহিনী থেকে অবসর দেওয়া হলেও এবার নতুন ভূমিকায় দেখা যাবে TU১৪২-কে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নৌবাহিনীর বিমানে মিউজিয়াম হবে নিউটাউনে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement