মাত্র ৭৩৭ টাকায় বিমানের টিকিট দিচ্ছে কোন সংস্থা ?

Last Updated:

৫০০ কিলোমিটার দূরত্বের রুটে এক পিঠে মাত্র ৭৩৭ টাকায় বিমানে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা ৷

#কলকাতা:  বাছাই করা কিছু রুটে সস্তার টিকিট ছাড়ার কথা আগেই ঘোষণা করেছে স্পাইসজেট। ৫০০ কিলোমিটার দূরত্বের রুটে এক পিঠে মাত্র ৭৩৭ টাকায় বিমানে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা ৷ সোমবার থেকে চালু হওয়া এই অফার চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ৷  তবে একা স্পাইসজেট নয়, এত কম টাকায় বিমান টিকিট দিচ্ছে আরেক বিমান সংস্থা ইন্ডিগোও ৷
স্পাইসজেটের এই অফারে টিকিট কাটলে বিমানে চড়ার সময়কাল হল আগামী বছর ৯ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৷ একই অফার পাওয়া যাচ্ছে ইন্ডিগোতেও ৷ সেখানেও টিকিট কাটতে হবে ২৪ নভেম্বর ২০১৬-র মধ্যেই ৷
স্পাইসজেটের এই ৭৩৭ টাকার বিশেষ অফারে চেন্নাই-কোয়েম্বাটোর-চেন্নাই, জম্মু-শ্রীনগর-জম্মু, চণ্ডীগড়-শ্রীনগর-চণ্ডীগড় এবং আগরতলা-গুয়াহাটির মতো কম দুরত্বের রুটে যাত্রা করার সুযোগ পাচ্ছেন যাত্রীরা ৷ একই সুবিধা পাওয়া যাচ্ছে ইন্ডিগোতেও ৷ এখানেই শেষ নয় ৷ বিমান টিকিটে ব্যাপক ছাড় দিচ্ছে এয়ার এশিয়া ইন্ডিয়াও ৷ আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মাত্র ৮৯৯ টাকায় টিকিট দিচ্ছে এই সংস্থা ৷ নির্দিষ্ট রুটগুলিতে ৩০ এপ্রিল ২০১৭ পর্যন্ত এই টিকিটে যাত্রা করা যাবে ৷
advertisement
advertisement
স্পাইসজেটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে এখনও পুরনো ৫০০ ও হাজার টাকার নোটে যাত্রীদের টিকিট কাটার সুযোগ সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যা বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে। সস্তার এই নতুন টিকিট কাটলে অবশ্য তা বাতিল করা যাবে না। বদল করা যাবে না সেই টিকিটের দিনক্ষণও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাত্র ৭৩৭ টাকায় বিমানের টিকিট দিচ্ছে কোন সংস্থা ?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement