হোম /খবর /কলকাতা /
এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি উঠল !

এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি উঠল !

ভিক্টোরিয়ার নাম বদল করে রানি লক্ষ্মীবাই করার দাবি করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের সম্ভাবনা ৷ কলকাতা পোর্ট ট্রাস্টের পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি জানালেন সুব্রহ্মণ্যম স্বামী। ভিক্টোরিয়ার নাম বদল করে রানি লক্ষ্মীবাই করার দাবি করেছেন তিনি। রবিবার তিনি ট্যুইট করেন, "আমি নমোর মতামতকে স্বাগত জানাই। কলকাতার ইতিহাসকে ফিরে দেখা উচিৎ। তাঁর উচিৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রানি ঝাঁসি স্মারক মহল করা। ১৮৫৭ সালে ঝাঁসির রানিকে বিশ্বাসঘাতকতার পর রানী ভিক্টোরিয়া ভারত দখল করেন, এবং ৯০ বছর ধরে ভারতে লুটতরাজ চালান।"

সম্প্রতি কলকাতা সফরে এসে কলকাতা বন্দর (পোর্ট ট্রাস্ট)-এর নাম বদলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর ৷ প্রধানমন্ত্রীর জানান, বন্দর শুধুমাত্র জাহাজ আসা যাওয়ার জন্য নয় ৷ কলকাতা বন্দরের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে ৷  ভারতের আত্মনিভর্তার প্রতীক এই বন্দর। নতুন বন্দরের প্রতীক বানাতে হবে এই বন্দরকে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Victoria Memorial