পচা মাংসের কারবার রুখতে এবার তৎপর প্রশাসন

Last Updated:

পচা মাংসের কারবার রুখতে তৎপর প্রশাসন। বুধবারও রাজ্যের নানা প্রান্তের হোটেল, রেস্তোরাঁ ও দোকানে অভিযান চালালো স্থানীয় পুরসভাগুলি। কয়েকটি জায়গায় অভিযানে নামে পুলিশও।

#কলকাতা: পচা মাংসের কারবার রুখতে তৎপর প্রশাসন। বুধবারও রাজ্যের নানা প্রান্তের হোটেল, রেস্তোরাঁ ও দোকানে অভিযান চালাল স্থানীয় পুরসভাগুলি। কয়েকটি জায়গায় অভিযানে নামে পুলিশও।
সকাল ৮টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালায় রাজপুর-সোনারপুর পুরসভা। নেতৃত্বে ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। বাজারের হোটেল, রেস্তোরাঁ ও দোকানগুলি থেকে কাঁচা ও রান্না করা মাংস এবং ডিমের নমুনা সংগ্রহ করেন তাঁরা। ব্যবসায়ীদের লাইসেন্স ও মাংস কেনার রসিদও যাচাই করেন কাউন্সিলার।
অন্যদিকে, জলপাইগুড়ি শহরে অভিযানে নামে পুলিশ ও পুর কর্তৃপক্ষ। তল্লাশিতে একটি নামী সংস্থার দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ মুরগির মাংস ও পনীর বাজেয়াপ্ত করা হয়। ওই দোকানটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, রায়গঞ্জ পুরসভা ও থানার পক্ষ থেকেও শহরের হোটেল, রেস্তোরাঁ ও দোকানগুলিতে অভিযান চালানো হয়। তবে কোনও জায়গা থেকেই পচা মাংস মেলেনি।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
পচা মাংসের কারবার রুখতে এবার তৎপর প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement