অধীর চৌধুরী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক না করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রীকে
- Published by:Piya Banerjee
Last Updated:
রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন অধীর চৌধুরী!
#কলকাতা: দিল্লিতে যখন আগুন জ্বলছে, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী পুরীতে বসে আছেন চার দিন ধরে। দিল্লিতে যে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে কোন নিন্দা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে। এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী সমালোচনা করলেন অধীর চৌধুরী!
তিনি বলেন ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক বয়কট করুন! নওদা ১৪ জন শ্রমিক কাজ করতে গিয়ে দিল্লীতে যে আটকে পড়েছিলেন তাদের আনার ব্যাপারেও সহযোগিতা করেন অধীর চৌধুরী! বৃহস্পতিবার সকালে তারা ট্রেন ধরেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চিঠি পাঠিয়েছিলাম! তাতে কোন সাড়া পায়নি বৃহস্পতিবার বহরমপুরে জানালেন অধীর চৌধুরী।বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না বলছে, আমাদেরকে জানালে আমরাও টাকা আনতে সহযোগিতা করতে পারি। তারা আরও অভিযোগ কেন্দ্র সরকারের যে মনিটারিং ভিজিলান্স কমিটি রয়েছে গত আট বছর ধরে তার কোনো বৈঠক ডাকা হয়নি।যেহেতু এই কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী। বিচার ব্যবস্থার ওপর সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সংসদের দলনেতা অধীর চৌধুরী। যেভাবে বিচারপতি মুরলীধরকে রাতারাতি বদলি করে দেওয়া হয়েছে তা দুর্ভাগ্যজনক।এটা বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলেই আমি মনে করি। মুরালিধরন এর জন্যই প্রাণে রক্ষা পেয়েছে চিকিৎসার সুযোগ সুবিধা পাচ্ছে। আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসছে ভারতে।
advertisement
PRANAB KUMAR BANERJEE
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 11:06 PM IST

