Adhir Chowdhury: প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর? জল্পনা তুঙ্গে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র একটি আসন জিতেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে বাংলায় খারাপ ফলের কারণ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সোমবার অধীর চৌধুরীদের সঙ্গে বৈঠক করেন কে সি বেণুগোপাল
কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর? জল্পনা তুঙ্গে! সূত্রের খবর, সোমবার কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সঙ্গে বৈঠকের পর-ই নাকি ইস্তফা দেন অধীর।
চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে মাত্র একটি আসন জিতেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে বাংলায় খারাপ ফলের কারণ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সোমবার অধীর চৌধুরীদের সঙ্গে বৈঠক করেন কে সি বেণুগোপাল। জানা গিয়েছে, রাজ্যে কংগ্রেসের সংগঠন মজবুত করা, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়। প্রত্যেক প্রদেশ নেতার সঙ্গে আলাদা করে কথা বলেন বেণুগোপাল। সেই বৈঠকের পর-ই নাকি ইস্তফা দেন অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
এদিনের বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর।
advertisement
লোকসভা ফলের পর থেকেই প্রদেশ কংগ্রেসে রদবদলে একটা গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনে এদিন শিলমোহর বসল। যদিও দিল্লিতে বৈঠক শেষে কোনও মন্তব্য করেননি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। স্রেফ জানিয়েছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পরবর্তী নাম ঘোষণা করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2024 10:33 PM IST