West Bengal police: জমিদখল-সহ খুন, চুরির অভিযোগ নিয়ে কোনও রকম আপস নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া নির্দেশ সিপি-এসপিদের

Last Updated:

West Bengal police: বৃহস্পতিবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তারই প্রতিফলন দেখা গেল শুক্রবার রাজ্য পুলিশের বৈঠকে।

মনোজ ভার্মা।
মনোজ ভার্মা।
কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তারই প্রতিফলন দেখা গেল শুক্রবার রাজ্য পুলিশের বৈঠকে। এ দিন প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ভবানী ভবনে পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক হয়।
রাজ্য পুলিশের বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। বদলে বৈঠক পরিচালনা করেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা। এ দিন বৈঠকে জমিদখলের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মনোজ বর্মা। তিনি বলেন, জমিদখল নিয়ে কোনরকম খামখেয়ালিপনা চলবে না, অনেক জায়গায়তেই অভিযোগ হচ্ছে কিন্তু পুলিশ বসে থাকছে কেন? স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে জবরদখল আটকাতে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন।
advertisement
দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই
শুধু জমিদখলই নয়, আইনশৃঙ্খলা নিয়ে কোনও রকম আপস যাতে না করা হয় তাই নিয়েও পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সতর্ক থাকতে বলেন তিনি। রাজ্যে কোথাও চুরি বা খুনের ঘটনা ঘটলে অভিযোগ পাওয়ার পরেই সিপি, এসপিদের নির্দেশ দেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা। ভোটের পরে কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, খুনের অভিযোগও সামনে এসেছে, সেই সব ক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তার নির্দেশ দেন তিনি।
advertisement
advertisement
সেই সঙ্গে ভবানী ভবনের বৈঠকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তা হল ভিআইপি এবং ভিভিআইপিদের নিরাপত্তা। পুলিশের সিপি এবং এসপিদের নিরাপত্তার বিষয় নিয়ে আরও সজাগ থাকার নির্দেশ দেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে। খুব শীঘ্রই জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তাই বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal police: জমিদখল-সহ খুন, চুরির অভিযোগ নিয়ে কোনও রকম আপস নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া নির্দেশ সিপি-এসপিদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement