সিবিআই-এর খাতায় বেহালার ঠিকানা, যেতে চান গোলপার্কের ফ্ল্যাটে! শোভনের ঠিকানা বিভ্রাট

Last Updated:

সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে সব নথিতেই শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) ঠিকানা হিসেবে রয়েছে ৩৬, মহারানি ইন্দিরাদেবী রোড, কলকাতা- ৭০০০৬০৷

#কলকাতা: সিবিআই-এর খাতায় রয়েছে বেহালার বাড়ির ঠিকানা৷ কিন্তু শোভন চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে চান গোলপার্কের ফ্ল্যাটে৷ ফলে, গৃহবন্দি থাকা নিয়ে শোভনের ক্ষেত্রে তৈরি হয়েছে ঠিকানা বিভ্রাট৷
সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে সব নথিতেই শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা হিসেবে রয়েছে ৩৬, মহারানি ইন্দিরাদেবী রোড, কলকাতা- ৭০০০৬০৷ রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হওয়ার আগে বেহালার এই বাড়িতেই থাকতেন শোভন৷ কিন্তু বর্তমানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের একটি ফ্ল্যাটেই থাকেন শোভন৷
নারদ কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর গতকাল, শুক্রবার শোভন সহ চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ গৃহবন্দি থাকাকালীন চার নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রেসিডেন্স জেল কর্তৃপক্ষ৷ ফলে কোন নেতা কোথায় গৃহবন্দি থাকবেন, সেই তথ্য জেল কর্তৃপক্ষকে জানাতে হবে চার জনকেই৷ শুক্রবার সন্ধেবেলাই চেতলার বাড়িতে ফিরে গিয়ে গৃহবন্দি হয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ কিন্তু এসএসকেএম-এ চিকিৎসাধীন থাকায় এখনও বাড়ি ফিরতে পারেননি সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়৷
advertisement
advertisement
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, হাসপাতাল থেকে ছুটি পেলে গোলপার্কের ফ্ল্যাটেই ফিরতে চেয়েছেন শোভন৷ কিন্তু সিবিআই-এর নথিতে রয়েছে তাঁর বেহালার বাড়ির ঠিকানা৷ সিবিআই সূত্রে খবর, চার নেতার মধ্যে কেউ যদি নথিভুক্ত ঠিকানার বাইরে অন্য কোথাও গৃহবন্দি থাকতে চান, সেক্ষেত্রে তার পিছনে যথাযথ কারণ ব্যাখ্যা করে জানাতে হবে তাদের৷ আর সেই কারণ গ্রহণযোগ্য মনে না হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে ফের আইনি পদক্ষেপ করতে পারে তারা৷ ফলে, শোভন হাসপাতাল থেকে ছুটি পেয়ে কী করেন, সেদিকে নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার বৃহত্তর বেঞ্চে ফের চার নেতার জামিনের আবেদনের শুনানি রয়েছে৷ সেই শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাঁদের গৃহবন্দিই থাকতে হবে৷ বাকি তিন জনের ক্ষেত্রে সমস্যা না হলেও শোভনের গৃহবন্দি থাকার ঠিকানা নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট৷
Sukanta Mukherjee
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিবিআই-এর খাতায় বেহালার ঠিকানা, যেতে চান গোলপার্কের ফ্ল্যাটে! শোভনের ঠিকানা বিভ্রাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement