আগামিকাল থেকে কলকাতার রাস্তায় নামতে চলেছে আরও ২২০টি সরকারি বাস
- Published by:Simli Raha
Last Updated:
কলকাতার রাস্তায় কমেছে বেসরকারি বাস। বাস সংগঠনের দাবি, ভাড়া বাড়াতে হবে। এই অবস্থায় যাত্রী সমস্যা ঠেকাতে বেশি সংখ্যক সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
ABIR GHOSHAL
#কলকাতা: আগামিকাল থেকে কলকাতার রাস্তায় বাড়ছে সরকারি বাসের সংখ্যা। একেবারে ২২০ সরকারি বাস বাড়ানো হচ্ছে। দুই পরিবহন নিগম এস বি এস টি সি ও এন বি এস টি সি এই বাসের সংখ্যা বাড়াচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে নিগম গুলিকে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়ে দিয়েছে রাজ্য পরিবহন দফতর। সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই কলকাতার রাস্তায় কমেছে বেসরকারি বাস। বাস সংগঠনের দাবি, ভাড়া বাড়াতে হবে। বাসের ভাড়া না বাড়ালে তাঁদের পক্ষে আর রাস্তায় বাস নামানো সম্ভব নয়। এই অবস্থায় যাত্রী সমস্যা ঠেকাতে বেশি সংখ্যক সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
advertisement
আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামিকাল থেকে এস বি এস টি সি আরও ১০০ অতিরিক্ত বাস চালাবে। এন বি এস টি সি আরও ১২০ বাস চালাবে। নন এসি বাস চলবে। মূলত এসপ্ল্যানেড, নাগেরবাজার, নবান্ন, কামালগাজি, উল্টোডাঙা রুটে এই সব বাস চালানো হবে। ইতিমধ্যেই এস বি এস টি সি ২০০ সরকারি বাস গত ১০ দিন ধরে চালাচ্ছিল। এ বার আরও ১০০ বাস তাঁরা চালানো শুরু করছে। এন বি এস টি সি'র ডিপো ম্যানেজার অনিল অধিকারী জানিয়েছেন, "এতদিন ৩৫টি বাস আমরা চালাচ্ছিলাম। এ বার আরও ৮৫ বাস আসছে। সোমবার রাতের মধ্যেই এই সব বাস চলে আসবে। তা দিয়ে আগামিকাল থেকে পরিষেবা দেওয়া হবে।"
advertisement
advertisement
এই সব বাস যুবভারতী স্টেডিয়ামে রাখা থাকবে। সেখানেই স্যানিটাইজেশনের কাজ চলবে। অন্যদিকে কলকাতায় যে সরকারি পরিবহন নিগম বাস চালায় সেই ডাব্লু বি টি সি, তাঁদের বাসের ট্রিপ বাড়িয়েছে। প্রায় ১৩০০ বাস চলাচল করছে। এই বাস দিয়ে দিনে প্রায় ১৮০০ ট্রিপ করানো হচ্ছে। রাজ্য পরিবহন নিগমের এসি ও নন এসি সব ধরণের বাস অবশ্য চলাচল করছে। এর পাশাপাশি রাজ্যের তরফে শ্যামলী, রয়্যাল ক্রুজার ও গ্রীনলাইন থেকে ভলভো বাস নিয়ে চালানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2020 4:37 PM IST