‘আমরা কি চা খাব না?’ ফেসবুকে ভাইরাল হওয়া সেই কাকুর আসল পরিচয় জানেন?

Last Updated:
#কলকাতা: ২২ মার্চ ছিল প্রধানমন্ত্রীর ঘোষিত জনতা কার্ফু । সেই নির্দেশ অমান্য করে রাস্তার দোকানে চা খেতে গিয়েছিলেন কয়েকজন ব্যক্তি । সেই সময় এক সচেতন নাগরিকের একটি ফেসবুক লাইভ সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে । ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় পাড়ার মোড়ের চায়ের দোকানের সেই জমায়েত ।
কয়েকজনকে সেখানে বলতে শোনা যায়, তাঁরা সেখানে আড্ডা মারতে আসেননি । ‘‘আমরা চা খেতে এসেছি, চা খাওয়া হয়ে গিয়েছে । চলে যাচ্ছি’’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় । আবার অন্য একজন বলেন, ‘‘আমরা কি চা খাব না, খাব না আমরা চা?’’
এই দু’টি কথার মিম ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় । খিল্লির বন্যা বয়ে যায়।
advertisement
advertisement
কিন্তু সম্প্রতি ওই ভাইরাল ব্যক্তির আসল পরিচয় সামনে আসে । ওনার নাম মৃদুল । পেশায় দিনমজুর । লকডউনের সময় এই মুহূর্তে ওনার হাতে তেমন কাজ নেই । সোশ্যাল মিডিয়ায় এই সত্য প্রকাশ্যে আসতেই অনেকে তাঁর প্রতি সহানুভূতিশীল হয়েছেন । কেউ কেউ তাঁকে সাহায্য করার প্রস্তাবও রেখেছেন ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমরা কি চা খাব না?’ ফেসবুকে ভাইরাল হওয়া সেই কাকুর আসল পরিচয় জানেন?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement