গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গী মডেলের মৃত্যু

Last Updated:

গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গী মডেলের মৃত্যু

#কলকাতা: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ বিক্রমের সহ আরোহী মডেল-অ্যাঙ্কার সনিকা চৌহানের মৃত্যু হয়েছে ৷ শনিবার ভোর চারটে নাগাদ লেকমলের সামনে দুর্ঘটনাটি ঘটে ৷
পুলিশ সূত্রে খবর, রাসবিহারি ক্রসিংয়ের কাছে লেক মলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে অভিনেতার গাড়ি  ৷ ডিভাইডারে ধাক্কা লেগে ফুটপাতের একটি দোকানে ঢুকে যায় সাদা টয়োটা গাড়িটি ৷ গতির তীব্রতায় গাড়িটি ১৮০ ডিগ্রি ঘুরে কয়েকবার পাল্টি খায় ৷
নিজেই গাড়িটি ড্রাইভ করছিলেন বিক্রম ৷ ড্রাইভিং সিটের পাশের আসনেই বসেছিলেন জনপ্রিয় মডেল-অ্যাঙ্কার সনিকা সিং চৌহান ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ গুরুতর জখম অবস্থায় বিক্রমকে রুবি হাসপাতালে ICU-তে ভর্তি করা হয়েছে ৷ তাঁর মাথায় চোট লেগেছে ৷ হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার সিটি স্ক্যান করা হয়েছে ৷ আপাতত বিপদমুক্ত বিক্রম ৷
advertisement
advertisement
সিটি স্ক্যানে উদ্বেগজনক কিছু মেলেনি ৷ তাঁর মাথায় ৫টি সেলাই পড়েছে ৷ শরীরের বেশ কিছু জায়গায় চোট আছে ৷ বোন এমআরআই করা হবে বিক্রমের ৷ দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান অভিনেতা দেব, সাহেব, গৌরব-সহ টলিউডের কলাকুশলীরা ৷
কিভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশের তদন্তে উঠে আসছে একাধিক তত্ত্ব।
advertisement
-গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিল টয়োটো এটিস গাড়িটি
-গাড়ির গতি ছিল ১০০ কিলোমিটারের বেশি
- রাসবিহারী অ্যাভিনিউ- তারা রোড ক্রসিংয়ের সামনে দুর্ঘটনা
-তারা রোডের বাঁদিকের গলি থেকে একটি গাড়ি বিক্রমদের গাড়ির সামনে চলে আসে
-সেই গাড়িকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি
-প্রচন্ড গতিতে থাকা গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়নি
-ডিভাইডারে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় গাড়ি
advertisement
vlcsnap-4315-04-19-16h21m53s882
গাড়ি নং WB 12C 9255-এর সামনের অংশটি সম্পূর্ণ দুমড় মুচড়ে গিয়েছে ৷ অভিনেতার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ৷ তিনি অপ্রকৃতস্থ অবস্থায় বিক্রম গাড়িটি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গী মডেলের মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement