গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গী মডেলের মৃত্যু
Last Updated:
গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গী মডেলের মৃত্যু
#কলকাতা: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ বিক্রমের সহ আরোহী মডেল-অ্যাঙ্কার সনিকা চৌহানের মৃত্যু হয়েছে ৷ শনিবার ভোর চারটে নাগাদ লেকমলের সামনে দুর্ঘটনাটি ঘটে ৷
পুলিশ সূত্রে খবর, রাসবিহারি ক্রসিংয়ের কাছে লেক মলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে অভিনেতার গাড়ি ৷ ডিভাইডারে ধাক্কা লেগে ফুটপাতের একটি দোকানে ঢুকে যায় সাদা টয়োটা গাড়িটি ৷ গতির তীব্রতায় গাড়িটি ১৮০ ডিগ্রি ঘুরে কয়েকবার পাল্টি খায় ৷
নিজেই গাড়িটি ড্রাইভ করছিলেন বিক্রম ৷ ড্রাইভিং সিটের পাশের আসনেই বসেছিলেন জনপ্রিয় মডেল-অ্যাঙ্কার সনিকা সিং চৌহান ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ গুরুতর জখম অবস্থায় বিক্রমকে রুবি হাসপাতালে ICU-তে ভর্তি করা হয়েছে ৷ তাঁর মাথায় চোট লেগেছে ৷ হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার সিটি স্ক্যান করা হয়েছে ৷ আপাতত বিপদমুক্ত বিক্রম ৷
advertisement
advertisement
সিটি স্ক্যানে উদ্বেগজনক কিছু মেলেনি ৷ তাঁর মাথায় ৫টি সেলাই পড়েছে ৷ শরীরের বেশ কিছু জায়গায় চোট আছে ৷ বোন এমআরআই করা হবে বিক্রমের ৷ দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান অভিনেতা দেব, সাহেব, গৌরব-সহ টলিউডের কলাকুশলীরা ৷
কিভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশের তদন্তে উঠে আসছে একাধিক তত্ত্ব।
advertisement
-গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিল টয়োটো এটিস গাড়িটি
-গাড়ির গতি ছিল ১০০ কিলোমিটারের বেশি
- রাসবিহারী অ্যাভিনিউ- তারা রোড ক্রসিংয়ের সামনে দুর্ঘটনা
-তারা রোডের বাঁদিকের গলি থেকে একটি গাড়ি বিক্রমদের গাড়ির সামনে চলে আসে
-সেই গাড়িকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি
-প্রচন্ড গতিতে থাকা গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়নি
-ডিভাইডারে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় গাড়ি
advertisement
গাড়ি নং WB 12C 9255-এর সামনের অংশটি সম্পূর্ণ দুমড় মুচড়ে গিয়েছে ৷ অভিনেতার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ৷ তিনি অপ্রকৃতস্থ অবস্থায় বিক্রম গাড়িটি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2017 12:46 PM IST