Mithun Chakraborty: ৬৮ সালের মিঠুনকে এবার দেখবেন! শাহের সামনেই বাংলা দখলের অঙ্গীকার 'মহাগুরু'র

Last Updated:

BJP Leader Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীকে সম্মাননা জানান হল রাজ্য বিজেপির পক্ষ থেকে। বিশিষ্ঠ অভিনেতাকে সম্মান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৬৮ সালের মিঠুনকে এবার দেখবেন! শাহের সামনেই বাংলা দখলের অঙ্গীকার 'মহাগুরু'র
৬৮ সালের মিঠুনকে এবার দেখবেন! শাহের সামনেই বাংলা দখলের অঙ্গীকার 'মহাগুরু'র
কলকাতা: বাংলা সফরে এসে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী-সহ বিজেপির একাধিক দলীয় নেতৃত্ব।
মিঠুন চক্রবর্তীকে সম্মাননা জানান হল রাজ্য বিজেপির পক্ষ থেকে। বিশিষ্ঠ অভিনেতাকে সম্মান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিনেতা বললেন, ‘‘ছবি নিয়ে কিছু বলব না। আজ সদস্যতা নিয়ে বলব। আমি ৩৭ দিন সামনে থেকে প্রচার করছি মুড়ি-গুড় খেয়ে। কিন্তু লাভ কী। আপনারা বলুন আমায় আমরা ১ কোটি সদস্য করতে পারব? যদি পারি আমি বলছি ২৬ মসনদ আমাদের । অমিত শাহ সামনে আমিও কথা দিচ্ছি।’’
advertisement
advertisement
অভিনেতা তথা বিজেপি নেতা আরও বলেন, ‘‘টাকা দেখে বিজেপি করবেন না। বিজেপি ছেড়ে দিন। তৃণমূলে যোগ দিন। হিন্দু ভোটারদের ভোট দিতে না দিলে আগামী ভোটে আমরাও ওদের ভোট দিতে দেব না। ৬৮ সালের মিঠুনকে চিনে নেবেন। মাসে ৩০ দিনের মধ্যে ১০ দিন দলের কাজ করবো।প্রয়োজনে আরও বেশি। কিছুদিন নিজের খাওয়ার জন্য কাজ করতে হবে আমাকে। বুথে বুথে আমাদের মেরে তাড়িয়ে দেবে কেন। আমরাও ছাড়ব না এবার। মারুক ওরা। প্রতিবুথে যাব এবার’’।
advertisement
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, ‘‘পুরানো কার্যকর্তাদের সদস্য হতে এবং সদস্যতা তৈরি করতে মাঠে নামার বার্তা সুকান্তর। লোকসভার রেজাল্টে(২৮ + ২৯) বিধানসভা কম ভোটে হেরেছি৷ ১৫০০০ মার্জিনে হেরেছি অনেক বিধানসভায়। ৩-৪% ভোট বৃদ্ধি করতে পারলে রাজ্যে বদলে যাবে ভোটের চিত্র। সময় আছে সচেতন হও, বাংলাদেশ থেকে শিক্ষা নাও।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: ৬৮ সালের মিঠুনকে এবার দেখবেন! শাহের সামনেই বাংলা দখলের অঙ্গীকার 'মহাগুরু'র
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement