Cyclone Yaas: বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় যশের, বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে দিঘা-পারাদ্বীপের মাঝে

Last Updated:

বাংলা -ওড়িশা উপকূলের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। বুধবার সন্ধ্যায় এটি আছড়ে পড়তে পারে দিঘা থেকে পারাদ্বীপ এর মাঝে স্থলভাগে।

#কলকাতা: বাংলা -ওড়িশা উপকূলের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। বুধবার সন্ধ্যায় এটি আছড়ে পড়তে পারে দিঘা থেকে পারাদ্বীপ এর মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১২০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকাল থেকেই উত্তর বঙ্গোপসাগর উপকূলে দাপট দেখাবে ঘূর্ণিঝড়। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। বুধবার উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে তা আছড়ে পড়তে পারে বাংলা-ওড়িশা উপকূলে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। মৎস্যজীবীদের আজ রবিবার সন্ধ্যা থেকেই সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
advertisement
শনিবার একটি নিম্নচাপ তৈরি হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। আন্দামান সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আজ রবিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ক্রমশ এই গভীর নিম্নচাপ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখ থাকলেও পরে অভিমুখ পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের যা অভিমুখ তাতে বাংলা-ওড়িশা উপকূল এলাকাতেই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত হবে। সেক্ষেত্রে সুন্দরবনের সাগরদ্বীপ দিয়েও স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাব সুন্দরবনের বাংলাদেশ উপকূল থেকে ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত।
advertisement
advertisement
ঘূর্ণিঝড় যশের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। আগামীকাল থেকেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ-ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের রবিবার সকালের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ শে মে রবিবার সন্ধে থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সোমবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলের তিন জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবার সম্ভাবনা।
advertisement
২৫ মে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলের তিন জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে। কলকাতায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস। ২৬ মে বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিন ২৪ পরগনা জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গ সিকিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
Biswajit Saha 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Yaas: বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় যশের, বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে দিঘা-পারাদ্বীপের মাঝে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement