পরিকল্পনা ছিল সিঙ্গাপুর নিয়ে যাওয়ার, করোনা আতঙ্কের জেরে কী আটকাল ঋষভের চিকিৎসা?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, এয়ার অ্যাম্বুলান্সে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা ছিল ৷ কিন্তু করোনায় নিষেধাজ্ঞা থাকায় অনুমতি মেলেনি ৷
#কলকাতা: করোনায় আটকাল চিকিৎসা ? ঋষভকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, এয়ার অ্যাম্বুলান্সে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা ছিল ৷ কিন্তু করোনায় নিষেধাজ্ঞা থাকায় অনুমতি মেলেনি ৷ সূত্রের তরফে আরও জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনারও পরিকল্পনা ছিল ৷ করোনা আতঙ্কে সেই অনুমতিও মেলেনি ৷ করোনা আতঙ্কের জেরেই কী অসময়ে চলে যেতে হল ছোট্ট ঋষভকে ?
১৪ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ঋষভ সিং। আর বাড়ি ফেরা হল না। শনিবার ভোর পাঁচটায় এসএসকেএমে মৃত্যু হল পোলবার পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের।
স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় ঋষভের পুলকার। সংজ্ঞাহীন অবস্থায় ঋষভকে হুগলি ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর গ্রিন করিডর করে এসএসকেএম। আর জ্ঞান ফেরেনি ঋষভের। ভেন্টিলেশনে রেখে শুরু হয় চিকিৎসা। তৈরি হয় সাত সদস্যের মেডিক্যাল টিম। ফুসফুসে অতিরিক্ত পরিমাণে কাদা জল ঢুকে যাওয়ায় শ্বাস নিতে পারছিল না ছ'বছরের ঋষভ। রাতেই তাকে কার্ডিও থোরাসিক বিভাগে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হয়। যুদ্ধকালীন তৎপরতায় ঋষভকে বাঁচানোর শেষ চেষ্টা শুরু করেন চিকিৎসকেরা। কিন্তু ছোট্ট শরীর আর ধকল নিতে পারেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2020 3:49 PM IST