#কলকাতা: করোনায় আটকাল চিকিৎসা ? ঋষভকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, এয়ার অ্যাম্বুলান্সে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা ছিল ৷ কিন্তু করোনায় নিষেধাজ্ঞা থাকায় অনুমতি মেলেনি ৷ সূত্রের তরফে আরও জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনারও পরিকল্পনা ছিল ৷ করোনা আতঙ্কে সেই অনুমতিও মেলেনি ৷ করোনা আতঙ্কের জেরেই কী অসময়ে চলে যেতে হল ছোট্ট ঋষভকে ?
১৪ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ঋষভ সিং। আর বাড়ি ফেরা হল না। শনিবার ভোর পাঁচটায় এসএসকেএমে মৃত্যু হল পোলবার পুলকার দুর্ঘটনায় আহত ঋষভের।
স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় ঋষভের পুলকার। সংজ্ঞাহীন অবস্থায় ঋষভকে হুগলি ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর গ্রিন করিডর করে এসএসকেএম। আর জ্ঞান ফেরেনি ঋষভের। ভেন্টিলেশনে রেখে শুরু হয় চিকিৎসা। তৈরি হয় সাত সদস্যের মেডিক্যাল টিম। ফুসফুসে অতিরিক্ত পরিমাণে কাদা জল ঢুকে যাওয়ায় শ্বাস নিতে পারছিল না ছ'বছরের ঋষভ। রাতেই তাকে কার্ডিও থোরাসিক বিভাগে স্থানান্তরিত করা হয়।
শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হয়। যুদ্ধকালীন তৎপরতায় ঋষভকে বাঁচানোর শেষ চেষ্টা শুরু করেন চিকিৎসকেরা। কিন্তু ছোট্ট শরীর আর ধকল নিতে পারেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Polba pool car accident, Rishav Death, Rishav Death In SSKM