রবিবার একই মঞ্চে মোদি-মমতা, আগামিকাল রাজভবনে হতে পারে বিশেষ বৈঠক: সূত্র

Last Updated:

কলকাতা বন্দরের বন্দরের অনুষ্ঠানে যোগ দিতেই এই সফর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি: নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা। শনিবার রাতে রাজভবনে দুজনের বৈঠক হতে পারে। রাজ্য বা কেন্দ্র - কোনও পক্ষই বৈঠকের ব্যাপারে মুখ খোলেনি। তবে সূত্রের খবর,শনিবার রাত ৯টা নাগাদ রাজভবনে বৈঠক হতে পারে ৷ নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। মূলত প্রশাসনিক কারণেই দুজনের বৈঠকের সম্ভাবনা।
শনিবার কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। শহরে থাকবেন প্রায় ২০ ঘণ্টা। কলকাতা বন্দরের বন্দরের অনুষ্ঠানে যোগ দিতেই এই সফর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তবে তিনি উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানানি মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানিয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা ৷
CAA ও NRC - বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে আন্দোলন করছেন। জাতীয় স্তরে বিরোধীদের মুখ হিসাবেই উঠে এসেছেন। এই অবস্থায় নরেন্দ্র মোদি সঙ্গে বৈঠকের সম্ভাবনা তৈরি হওয়ায় তা আলাদা মাত্রা পেয়েছে। ‘তৃণমূল কংগ্রেসের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা CAA রাজ্যে লাগু হতে দেবে না ৷ এরকম একটি উত্তপ্ত পরিস্থিতিতে মোদি এবং মমতাকে একই মঞ্চে দেখতে পাওয়া যাবে না সেটা এখন সময়ই জানাবে’, জানালেন তৃণমূলের শীর্ষ নেতা ৷
advertisement
advertisement
শনিবার ও রবিবার শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানেও মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত। রবিবার কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তির মূল অনুষ্ঠান। নবান্নে এসে সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী।
শনিবার বিকেল ৪
দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ফিরহাদ হাকিম
--
শনিবার বিকেল ৫.৩০
ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে অনুষ্ঠান
--
শনিবার সন্ধে ৭
advertisement
মিলেনিয়াম পার্কে লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন
-
শনিবার ৭.৩৫
মিলেনিয়াম পার্ক খেকে জলপথে বেলুড় মঠের উদ্দেশে রওনা
-
শনিবার ৭.৫০
বেলুড় মঠে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
-
বেলুড় মঠ থেকে ফের জলপথে মিলেনিয়াম পাক। সেখান থেকে রাজভবন।
রবিবার সকাল ১১ টা
নেতাজি ইনডোরে কলকাতা বন্দরের অনুষ্ঠান
প্রধানমন্ত্রীর গাড়ি যে রাস্তা দিয়ে যাবে, তার দুদিকেই দু দিকে ব্যারিকেড থাকছে। মোতায়েন থাকবে স্পেশাল ফোর্স, আন্টি টেরোরিস্ট স্কোয়াড। বহুতল থেকে নজরদারি হবে। মোদির কনভয় যাওয়ার সময় কোনও গাড়ি চলাচল যাতে না করে সেটা নিশ্চিত করতে বলেছে এসপিজি। নদীপথেই একই রকম আটোসাঁটো নিরাপত্তা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবার একই মঞ্চে মোদি-মমতা, আগামিকাল রাজভবনে হতে পারে বিশেষ বৈঠক: সূত্র
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement