#কলকাতা: গঙ্গার এপারে বিস্ফোরণের জেরে কেঁপে উঠল গঙ্গার ওপার। নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি। বাজির তীব্রতায় নৈহাটিতে বেশ কিছু বাড়িতে ফাটল ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, মাশরুম ক্লাউড দেখতে পাওয়া গিয়েছে। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গঙ্গার ওপারে চুঁচুড়াও। চুঁচুড়ায় একাধিক বাড়িতে ফাটল ধরে যায়। বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার ৷ বাড়ি বাড়ি গিয়ে ক্ষতির সরেজমিন খতিয়ান নেবেন পুরসভার কর্মীরা ৷
কালীপুজো বা দুর্গাপুজো নয়, বাজি বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি থেকে চুঁচুড়া ৷ শব্দের অভিঘাতে ভেঙে পড়ল বাড়ির জানলার কাঁচ, তাক থেকে পড়ে গেল বাসন ৷ ক্ষতিগ্রস্থ গাড়িও ৷ নৈহাটির রামঘাটের ঘটনা ৷ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষ ৷ অনেকে ভাবেন ভূমিকম্প হচ্ছে ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blast, Compensation, Firecrackers Blast, Illegal Firecrackers defusing