নৈহাটিতে বাজি নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, মাশরুম ক্লাউড দেখতে পাওয়া গিয়েছে। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গঙ্গার ওপারে চুঁচুড়াও।
#কলকাতা: গঙ্গার এপারে বিস্ফোরণের জেরে কেঁপে উঠল গঙ্গার ওপার। নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি। বাজির তীব্রতায় নৈহাটিতে বেশ কিছু বাড়িতে ফাটল ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, মাশরুম ক্লাউড দেখতে পাওয়া গিয়েছে। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গঙ্গার ওপারে চুঁচুড়াও। চুঁচুড়ায় একাধিক বাড়িতে ফাটল ধরে যায়। বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার ৷ বাড়ি বাড়ি গিয়ে ক্ষতির সরেজমিন খতিয়ান নেবেন পুরসভার কর্মীরা ৷
কালীপুজো বা দুর্গাপুজো নয়, বাজি বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি থেকে চুঁচুড়া ৷ শব্দের অভিঘাতে ভেঙে পড়ল বাড়ির জানলার কাঁচ, তাক থেকে পড়ে গেল বাসন ৷ ক্ষতিগ্রস্থ গাড়িও ৷ নৈহাটির রামঘাটের ঘটনা ৷ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষ ৷ অনেকে ভাবেন ভূমিকম্প হচ্ছে ৷
পুলিশ বাজেয়াপ্ত বাজি নিস্ক্রিয় করতে গিয়েই ঘটে বিপত্তি ৷ নৈহাটিতে নদীর পাড়ে বাজি বিস্ফোরণ করা হলেও, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গঙ্গার অন্য পাড়ে চুঁচুড়াতেও বাড়িগুলি কেঁপে ওঠে ৷ ফাটল ধরছে দেওয়ালে, টিনের চালেও ৷ উড়ে গিয়েছে ঘরের ছাদ ৷ আতঙ্ক ছড়ায় গঙ্গার পার্শ্ববর্তী নৈহাটি ও চুঁচুড়া এলাকায় ৷ এমন কাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে ৷জানা গিয়েছে, ড্রামে ভরে বাজেয়াপ্ত করা বাজি আনা হয়েছিল নিস্ক্রিয় করার জন্য ৷ দুর্ঘটনার পর বাজি নিস্ক্রিয় করার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে৷ পুলিশের এমন অপেশাদার আচরণের নিন্দা প্রশাসনের ৷ আপাতত বাজি নিস্ক্রিয় করার কাজ বন্ধ রাখার নির্দেশ পুলিশ কমিশনারের ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2020 7:02 PM IST