'আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট', বিএলএ-দলের কর্মীদের গুরুদায়িত্ব দিলেন অভিষেক! বার্তা জনসংযোগেরও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর আর তা নিয়েই এবার তৃণমূল কংগ্রেস যে সরাসরি পথে নামবে সে বিষয়ে পরিষ্কার করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর আর তা নিয়েই এবার তৃণমূল কংগ্রেস যে সরাসরি পথে নামবে সে বিষয়ে পরিষ্কার করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলীয় কর্মিসভায় ভার্চুয়ালি সভাতে এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,
“তিনদিন আগে বিজেপির অঙ্গুলিহেলনে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন SIR করেছে। এটা হল চুপি চুপি ভোটের কারচুপি। তৃণমূল কংগ্রেস আইনত টেক আপ করছে। পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন হবে।”
এসআইআর হওয়ার কথা শুনেই বেশ কিছু মৃত্যুর খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, “একের পর এক দুঃখজনক ঘটনা সামনে এসেছে। পানিহাটিতে ভয়ে আতঙ্কে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। সুইসাইড নোটে তিনি লিখেছেন। দিনহাটায় বিষপান। গতকাল ইলামবাজারে আত্মহত্যা করেছেন একজন। আজকেও টিটাগড়ে ২৮ বছরের এক মহিলা কাকলি সরকার আত্মহত্যা করেছেন। যোগ্য মানুষের না্ম বাদ গেলে আন্দোলন দিল্লিতে নিয়ে যাব!”
advertisement
advertisement
এরপরেই তিনি একশ দিনের কাজের বিষয়টিও সামনে আনেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “একশ দিনের কাজ নিয়ে আন্দোলন আমরা দিল্লিতে নিয়ে গিয়েছিলাম। আদালত বললেও টাকা দেয়নি। সেই আন্দোলন সামনে আনা হবে।”
নির্বাচন সামনে আসতেই BLO বা ব্লক লেভেল আধিকারিকদের উপরে চাপ বাড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “BLO-দের উপর চাপ বাড়ানোর ফলে, প্রকৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে”।
advertisement
এরপরেই তিনি দলীয় কর্মীদের আরও মজবুত ভাবে কাজ করার ডাক দেন তিনি। জেলা থেকে প্রতিটি বাড়িতে যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই একদম তৃণমূল স্তরে নেমে কাজ করার বার্তা দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “বুথ লেভেল এজেন্ট বা BLA 1 কে দায়িত্ব দেওয়া হয়েছে জেলায়। তারা BLA 2 ঠিক করবে। এরা বাড়ি বাড়ি BLO দের সাথে বাড়ি বাড়ি যাবে। কমিশন ঠিক কাজ করছে কিনা তা দেখতে হবে। তিন তারিখের মধ্যে BLA-2 নিয়োগ সুনিশ্চিত করতে হবে। কারও নাম যেন বাদ না যায়। ১০০% ফর্ম ফিলাপ করে কমিশনে জমা দেওয়া। BLO’র ছায়া সঙ্গী হিসাবে BLA 2 কে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন বুথের কর্মীরা আমাদের প্রধান স্তম্ভ। আগামী ৬ মাস তাই আমাদের কাছে অ্যাসিড টেস্ট।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 31, 2025 5:43 PM IST


