Abhishek Banerjee: আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চড়ছে রাজনৈতিক পারদ

Last Updated:

আজ ইডি দফতরে হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বেলা এগারোটা নাগাদ তাঁর হাজির হওয়ার কথা ইডি দফতরে।

কলকাতাঃ আজ ইডি দফতরে হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা এগারোটা নাগাদ তাঁর হাজির হওয়ার কথা ইডি দফতরে। যদিও অভিষেকের হাজিরা ঘিরে সকাল থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছেন।
এর আগে, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘এর আগে নিট ফল ছিল জ়িরো। এখন আরও দু’নম্বর কমল। মাইনাস টু। নিট ফল মাইনাস টু।’’ গত ২০ মে সিবিআই যে দিন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, সে দিন প্রায় ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করা হয়েছিল তৃণমূল সাংসদকে। নিয়োগ সংক্রান্ত মামলার সূত্রে গত ১৩ সেপ্টেম্বর ঠিক ৯ ঘণ্টা ১৫ মিনিট পর ইডির দফতর থেকে বেরিয়েছিলেন অভিষেক। অভিষেক বলেছিলেন,  ‘‘আমাকে টানা ৪ দিন জেরা করলেও মেরুদণ্ড বিক্রি হবে না। কারণ আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। তবে ইডিকে আমি দোষ দিই না। ওঁরা কর্মী মাত্র। নির্দেশ পালন করাই ওঁদের কাজ।’
advertisement
advertisement
অভিষেক ফেলুদা প্রসঙ্গ টেনে বলেছেন, ‘‘জটায়ু তাঁর বন্ধু ফেলুদাকে প্রশ্ন করেছিল, একই জিনিস আমরা এক ভাবে দেখছি , আর আপনি অন্য ভাবে দেখছেন, সেটা কী করে হয়? জবাবে ফেলুদা বলেছিলেন, আপনার আর আমার মধ্যে তফাত শুধু দৃষ্টিভঙ্গির। আপনারা আগে অপরাধী ঠিক করে নেন। পরে অপরাধ খোঁজেন। কিন্তু আমি আগে অপরাধ খুঁজি তারপর অপরাধীকে চিহ্নিত করি। ইডিও এখানে জটায়ুর মতোই আগে অপরাধী ঠিক করে নিচ্ছে। আগে অপরাধ খুঁজছে না। হয়তো তাই তাঁরা অপরাধের গভীরে পৌঁছতে পারছে না।’’
advertisement
অভিষেক-এর আগেও অভিযোগ করেছেন, ঠিক ভোটের সময় বা তাঁর কোনও রাজনৈতিক কাজ থাকলে তখনই ডাকা হয়। তিনি জানিয়েছেন,  ‘লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে ওরা আগেও বহুবার প্রশ্ন করেছে। দু’বছর আগেও আমার কাছে এই একই প্রশ্ন এসেছিল। তখন কয়লা এবং গরু কেলেঙ্কারিতে জানতে চাওয়া হয়েছিল, এখন এই মামলায় জানতে চাওয়া হচ্ছে। সব দুর্নীতির টাকা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে?  আসলে আমি যেহেতু সিইও তাই ইডির দায়িত্ব এটা প্রমাণ করা যে সুজয়কৃষ্ণ ভদ্র আমার বার্তা নিয়ে যেত।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চড়ছে রাজনৈতিক পারদ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement