১ লক্ষ টাকা....! পথ দেখালেন অভিষেক, পিছু পিছু এক 'মন্ত্রে' মহুয়া থেকে ডেরেক, হঠাৎ কী এমন করলেন?

Last Updated:

Abhishek Banerjee: অভিষেকের এই আবেগঘন বার্তা সাড়া ফেলেছে গোটা বাংলায়। অভিষেকের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী এই অনুদান দিয়েছেন। সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক প্রত্যেকে ১ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফের এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যের আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (WBSDMA) তহবিলে ১ লক্ষ টাকা অনুদান দিলেন অভিষেক। একইসঙ্গে এই সঙ্কটের মুহূর্তে এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিষেক।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসে উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে, প্রানহানি, জীবিকা ও সম্পত্তির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এই দুর্যোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার WBSDMA তহবিলে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে, যাতে উদ্ধার-ত্রাণ -দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করা যায়। আমার রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে আমি ১,০০,০০০ (১ লক্ষ) টাকা অনুদান দিয়েছি। এই কঠিন সময়ে প্রতিটি সহানুভূতির কাজ গুরুত্বপূর্ণ। আমি সকলকে উদারভাবে এগিয়ে আসার আবেদন জানাই, যাতে যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো যায়।”
advertisement
advertisement
অভিষেকের এই আবেগঘন বার্তা সাড়া ফেলেছে গোটা বাংলায়। অভিষেকের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী এই অনুদান দিয়েছেন। সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক প্রত্যেকে ১ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন।
advertisement
এছাড়াও বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, বিধায়ক খোকন দাস, নিশীথ কুমার মল্লিক-সহ আরও অনেকেই তাঁদের সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়েছেন, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যের আহ্বানকে বাস্তব রূপ দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১ লক্ষ টাকা....! পথ দেখালেন অভিষেক, পিছু পিছু এক 'মন্ত্রে' মহুয়া থেকে ডেরেক, হঠাৎ কী এমন করলেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement