Abhishek Banerjee: নন্দীগ্রামে এবার তৃণমূল প্রার্থী তিনি? সরাসরি উত্তর দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই! আরও বাড়ল জল্পনা

Last Updated:

Abhishek Banerjee: নন্দীগ্রামে অভিষেক তৃণমূলের কংগ্রেস প্রার্থী হওয়া নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যের প্রেক্ষিতে এদিন মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কী বললেন অভিষেক?
কী বললেন অভিষেক?
কলকাতা: বিধানসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা উসকে উঠল। কারণ তাঁকে নিয়ে বিজেপির দুই শীর্ষনেতার তেমনই মন্তব্য। যা বিজেপি শিবিরের অন্দরে জল্পনা বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তৃণমূল শিবিরেও কানাঘুষো শুরু হয়েছে। অবশেষে সেই বিষয়ে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
advertisement
নন্দীগ্রামে অভিষেক তৃণমূলের কংগ্রেস প্রার্থী হওয়া নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যের প্রেক্ষিতে এদিন মুখ খুললেন অভিষেক। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘আমার কাছে খবর আছে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবার নন্দীগ্রাম আসনে দাঁড়াবেন। সেই জন্যই পুলিশ অফিসারদের ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওঁর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সেই উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্যই তিনি নন্দীগ্রাম বিধানসভা আসনে লড়াই করবেন।’
advertisement
advertisement
সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন অভিষেক বলেন, দল আমাকে নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়িয়ে যাব, দার্জিলিংয়ে দাঁড়িয়ে যেতে বললে দাঁড়িয়ে যাব। তবে সুকান্ত মজুমদারকে বলব, তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, দলের ওপর ছেড়ে দিতে। আমাকে দল যে কাজে লাগাবে, আমি সেই কাজ করব
advertisement
অভিষেকের সংযোজন,তৃণমূল কংগ্রেস আমাদের রিপোর্ট কার্ড তুলে ধরবে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মেট্রো বা রেলের কারখানা হত না। আমরা জানাব, ১৪ বছরে আমরা কী করেছি। সেটা রিপোর্ট কার্ড আকারে দেওয়া হচ্ছে
বাংলার মানুষের উদ্দেশ্যে অভিষেক বলেন, চিন্তা করবেন না। বিকল্প টাকার ব্যবস্থা আমরা করব (আবাস, ১০০ দিনের কাজ)। আমাদের সরকার ব্যবস্থা করে টাকা দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই। আমাদের সরকার কেন্দ্রের সাহায্য ছাড়া এটা করেছে। আমাদের ভরসা মানুষ। ওরা টিভির পর্দায় আছে, কমিশনে আছে। আমরা আছি মানুষের সঙ্গে অভিষেক আরও বলেন, ”SIR চলছে, কোনও বিজেপি নেতাকে দেখেছেন সাহায্য করতে? বিজেপি মানুষের সঙ্গে নেই। ওরা বাংলার মানুষকে টাইট দিতে চাইছেতৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে মানুষকে শিক্ষা দিতে চাইছে
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: নন্দীগ্রামে এবার তৃণমূল প্রার্থী তিনি? সরাসরি উত্তর দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই! আরও বাড়ল জল্পনা
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement