Abhishek Banerjee: ‘আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু..,’ শিক্ষকদের উপরে লাঠিচার্জের ঘটনার পরে প্রথম মুখ খুললেন অভিষেক

Last Updated:

তিনি বলেন, ‘‘রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে৷ মামলাটি এখনও বিচারাধীন৷ বিচারব্যবস্থার উপরে ভরসা রাখুনস আজ নয় কাল বিচার হবেই৷ আমার দৃঢ় বিশ্বাস৷’’

News18
News18
কলকাতা: বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপরে লাঠিচার্জ হওয়ার ঘটনায় এই প্রথম মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার দিল্লি যাচ্ছিলেন অভিষেক৷ আজ বিদেশমন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বক্তব‍্য রাখবেন বিক্রম মিশ্রি। বিকেল চারটের সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন৷ তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘‘আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত।’’
অভিষেকের মন্তব্য, ‘‘গেট ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। হিংসার ঘটনা কখনও সমর্থন করা যায় না। আমরাও দিল্লিতে বাংলার শ্রমিকদের জন্য আন্দোলন করেছিলাম এখানে আমাদের সাথে যা হয়েছিল তার প্রতিবাদ আমরা রাজভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে করেছিলাম।’’
তিনি বলেন, ‘‘রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে৷ মামলাটি এখনও বিচারাধীন৷ বিচারব্যবস্থার উপরে ভরসা রাখুনস আজ নয় কাল বিচার হবেই৷ আমার দৃঢ় বিশ্বাস৷’’
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে আজ, সোমবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের ৬ জনকে তলব করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের তলব করা হয়েছে৷ একাধিক ফুটেজ এবং তাঁদের গতিবিধি এবং কীভাবে তাঁরা গন্ডগোল করেছিল এই সমস্ত ফুটেজ পুলিশ খতিয়ে দেখার পরেই আজকে তলব করা হয়েছে। শিক্ষকেরা জানিয়েছেন, বিকেল ৪টের পরে মিছিল করে থানায় পৌঁছবেন তাঁরা৷
advertisement
এদিন অপারেশন সিঁদুর নিয়েও মন্তব্য করেন অভিষেক৷ বলেন, ‘‘দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দল কেন্দ্রীয় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ক্ষেত্রে কড়া নিন্দা জানাই। কিন্তু দৌত্যর ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত। এটা বিজেপি ঠিক করে দিতে পারে না। একজন চাইলে পাঁচ জনের নাম আমরা দেব। কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত। তৃণমূল কিন্তু এটাকে বয়কট করছে না। অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু..,’ শিক্ষকদের উপরে লাঠিচার্জের ঘটনার পরে প্রথম মুখ খুললেন অভিষেক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement