Kumbh Stampede: 'আশ্চর্যজনক হবে না যদি মৃতের সংখ্যা ১০০ পার করে' মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বললেন অভিষেক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kumbh Stampede: সংসদে বাজেট অধিবেশনের আগে কলকাতা বিমানবন্দরে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভের সাম্প্রতিক পদপিষ্টের ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেন অভিষেক।
কলকাতা: সংসদে বাজেট অধিবেশনের আগে কলকাতা বিমানবন্দরে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভের সাম্প্রতিক পদপিষ্টের ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও পর্যন্ত, তারা সরকারি হিসেবে মৃতের সংখ্যা জানাতে পারেনি। যতটুকু আমি কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানলাম, এটা আশ্চর্যজনক হবে না যদি মৃতের সংখ্যা ১০০ পার করে যায়। গরীবদের জন্য কোনও ব্যবস্থা নেই, শুধুই ভিআইপি ও ভিভিআইপিদের জন্য বিশেষ সুবিধা আছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ সবার সমান অধিকার থাকা উচিত।”
advertisement
advertisement
মহাকুম্ভের পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে শোক প্রকাশ করে অভিষেক বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা জানি মহাকুম্ভ ১৪৪ বছরে একবার হয়। কিন্তু এত মানুষ এলে পর্যাপ্ত ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। যেখানে সামগ্রিক ব্যবস্থা এবং পরিকল্পনা খুবই খারাপ ও অপর্যাপ্ত ছিল, সেখানে প্রচার চলেছে বিস্তর। তারা শুধুই মেলার মার্কেটিংয়ের দিকে মন দিয়েছিল। যদি এটা কোনও অ-বিজেপি রাজ্যে ঘটত, তখন ওরাই রাষ্ট্রপতি শাসন দাবি করত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 6:13 PM IST