Bhabainpur Election Results| Abhishek Banerjee reaches Mamata Banerjee House: ভবানীপুরে বিপুল জয়ের লক্ষ্যপূরণ, কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছলেন অভিষেক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রথম কয়েক রাউন্ড গণনার পর মুখ্যমন্ত্রীর বড় জয়ের ইঙ্গিত মিলতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ()৷
#কলকাতা: ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয় নিয়ে শুরু থেকেই নিঃসংশয় ছিল তৃণমূল কংগ্রেস (Bhabainpur Election Results)৷ একমাত্র উদ্বেগ ছিল জয়ের ব্যবধান নিয়ে৷ ভবানীপুরে প্রথম ছয়- সাত রাউন্ডের গণনার পরই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জয়ের ব্যবধান নিয়েও সংশয় কেটে যায় তৃণমূল নেতৃত্বের৷ কারণ প্রথম আট রাউন্ডের শেষেই ২৭ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Leading by Huge Margin in Bhabanipur)৷ মুখ্যমন্ত্রীর বড় ব্যবধানে জয় নিশ্চিত হতেই তাঁর বাড়িতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ এগারো রাউন্ডের শেষে ৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ২৮ হাজারের কিছু বেশি জয়ী হয়েছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়৷ বিজেপি-রই লক্ষ্যই ছিল মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান তার নীচে রাখা৷ বাস্তবে অবশ্য বিজেপি-র সেই অঙ্ক মিলল না৷ বরং ২০১১-এর উপনির্বাচনে যে ব্যবধানে জিতেছিলেন, এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ছাপিয়ে যাবেন কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷
advertisement
advertisement
এ দিন সকাল থেকে নিজের হাজরা রোডের বাড়িতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রথম কয়েক রাউন্ড গণনার পর মুখ্যমন্ত্রীর বড় জয়ের ইঙ্গিত মিলতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ এ বার ভবানীপুরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভবানীপুরে মমতার হয়ে কর্মিসভা করার পাশাপাশি জনসভাতেও বক্তব্য রেখেছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর জয়ের রণকৌশল তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷
advertisement
গত বৃহস্পতিবার নির্বাচনের দিনই ভোট দিয়ে বেরনোর পথে অভিষেক জানিয়েছিলেন, 'ভোট ভালো হয়েছে৷' তাতেই ইঙ্গিত মিলেছিল, মুখ্যমন্ত্রীর বড় ব্যবধানে জয়ের বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অন্যান্য ভোটের মতো এবারেও সকাল থেকেই তাঁর কালীঘাটের বাড়িতে ছিলেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2021 12:55 PM IST