Abhishek Banerjee on Amit Shah Bill: '৩০ নয় ১৫ দিন করুন', সংবিধান বিল সমর্থনে অমিত শাহকে 'ওপেন চ্যালেঞ্জ' অভিষেকের! কী শর্ত দিলেন?

Last Updated:

Abhishek Banerjee on Amit Shah Bill: লোকসভায় বুধবার ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিল পেশ ঘিরে উত্তাল সংসদ থেকে গোটা দেশ। বিতর্কিত বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: লোকসভায় বুধবার ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিল পেশ ঘিরে উত্তাল সংসদ থেকে গোটা দেশ। বিতর্কিত বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে।
বিকেলেই সাংবাদিক সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা এই বিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বললেন, ‘বিজেপির লক্ষ্য এই বিল এনে রাজনৈতিক ভাবে বিরোধীদের শূন্য করা। বিজেপির লক্ষ্য সঠিক হলে হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী এদের একটা সমন অন্তত পাঠানো হোক। এরা ধোয়া তুলসিপাতা হয়ে গেল। আপনাদের অভিপ্রায় ঠিক থাকলে আমরা সই করব, ৩০দিন নয় ১৫ দিন করুন। তাতে সমর্থন করব। যা করছেন তাহলে দেশে আদালত রাখার দরকার নেই।’
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন
অভিষেকের দাবি, ‘৫৮৯২ কেস ইডি তদন্ত করেছে, মাত্র ৮ কেসে শাস্তি হয়েছে গত ১০ বছরের পরিসংখ্যান এটা। এটা সংসদে দেওয়া কেন্দ্রের পরিসংখ্যান। তার মানে ৯৯% কেস রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের ২৮ জনের কেস রয়েছে। এর মধ্যে ১৯ জনের খুনের অভিযোগ রয়েছে।’
advertisement
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিরাট গন্ডগোল, উপভোক্তার টাকা চলে যাচ্ছে এ কার অ্যাকাউন্টে? বাদুড়িয়ায় শোরগোল
অভিষেকের আক্রমণ, ‘ওরা গায়ের জোরে সংবিধান সংশোধন করতে চায়। ভাবুন ওদের হাতে ৪০০ সাংসদ থাকলে কী হত? মানুষ আজ রুখে দিয়েছে। SIR থেকে নজর ঘোরানোর মরিয়া প্রচেষ্টা। আমাদের প্রশ্নের উত্তর এড়িয়ে নিপুণ ভাবে এটা করার চেষ্টা করেছে। ওয়েলে নেমে আমরা সরব হয়েছি। আমাদের কারণেই লোকসভা স্থগিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ২০ জন মার্শাল নিয়ে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে’।
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on Amit Shah Bill: '৩০ নয় ১৫ দিন করুন', সংবিধান বিল সমর্থনে অমিত শাহকে 'ওপেন চ্যালেঞ্জ' অভিষেকের! কী শর্ত দিলেন?
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement