Abhishek Banerjee News: বিধানসভা ভোটে কী ফল হতে চলেছে? কেমন ফল করবে তৃণমূল? অভিষেকের বিরাট 'ভবিষ্যদ্বাণী'! বিজেপি-CPIM-কে খোলা চ্যালেঞ্জ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Abhishek Banerjee News: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আগাম পূর্বাভাসও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বিধানসভা ভোটের আগে তৃণমূলের ছাত্র সমাবেশ। দলীয় স্তরে সংগঠনের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার জানাবেন দলের শীর্ষ নেতৃত্ব। ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরে বারবার রাজনৈতিক আক্রমণ শানিয়ছে বিরোধীরা। আবার তৃণমূলের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করছে কেন্দ্রের শাসকদল। এই রাজনৈতিক আবহেই আজ মেয়ো রোডে সমাবেশ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আগাম পূর্বাভাসও দিলেন অভিষেক। রীতিমতো চ্যালেঞ্জের সুরে অভিষেক এদিন বলেন, ”১০-০ গোলে সিপিআইএম, বিজেপি হারবে তৃণমূলের কাছে।” পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ”রেজাল্ট বেরোনোর পর ভর্তি প্রক্রিয়া দেরি হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন। কলকাতা হাইকোর্টের একটা অংশ বাংলার ছাত্র-ছাত্রীদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে স্টে করিয়ে আনা হয়েছে। আমরা আগামী দিনে দিল্লি যাব, যদি বাংলাকে ছোট করা হয়। বাংলার মানুষকে ছোট করলে ১০ লাখ মানুষকে দিল্লি নিয়ে যাব।”
advertisement
advertisement
নতুন সংবিধান সংশোধনী বিল নিয়েও তিনি বলেন, ”হঠাৎ করে সংবিধান সংশোধন করে ভেবেছিল ভারতবর্ষকে মৌরসি পাট্টা করে রাখবে। তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ প্রতিবাদে অমিত শাহকে চতুর্থ রো থেকে বিল পড়তে বাধ্য করেছে। এটাই তৃণমূলের ক্ষমতা।”
advertisement
বিহারের মতো বাংলাতেও এসআইআর করার কথা জানিয়েছে নির্বাচন কমিশনার। কিন্তু শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। এদিন সেই প্রসঙ্গ ফের তুলে বলেন, ”যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে ছাত্ররা নামবে না? যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের যোগ্য জবাব দেবে না আমাদের ছাত্ররা?”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 1:22 PM IST