Abhishek Banerjee: পঞ্চায়েতে প্রার্থী হতে চেয়ে ফোন, 'এক ডাকে অভিষেক' তুমুল সফল! আশায় শাসক শিবির 

Last Updated:

Abhishek Banerjee: নদীয়া, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, মেদিনীপুর সহ একাধিক জায়গা থেকে ফোন এসেছে। সূত্রের খবর, অন্য রাজনৈতিক দল থেকেও অনেকে ফোন করেছেন।

সফল এক ডাকে অভিষেক
সফল এক ডাকে অভিষেক
কলকাতা: পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে কড়া হবে তৃণমূল কংগ্রেস। আগেই এই বিষয়ে জানিয়ে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একনকি যারা প্রার্থী হতে চান তাদের কাছে এই সংক্রান্ত আবেদন জমা দিতেও কেউ কেউ বলেছিলেন। এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ার জন্য বহু মানুষ 'এক ডাকে অভিষেক' ফোন করেছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। প্রসঙ্গত নদীয়ার সভা থেকে তিনি গোটা রাজ্যের মানুষকে এক ডাকে অভিষেক কর্মসূচীতে ফোন করতে বলেছিলেন। অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, "প্রচুর জন প্রার্থী হওয়ার জন্য ফোন করেছেন। ফোন করেছেন বহু অরাজনৈতিক ব্যক্তিও।" নদীয়া, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, মেদিনীপুর সহ একাধিক জায়গা থেকে ফোন এসেছে। সূত্রের খবর, অন্য রাজনৈতিক দল থেকেও অনেকে ফোন করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! গতবছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে পৈলানে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনার কথা বলেছিলেন তিনি। অভিষেক জানিয়েছিলেন, ২০১৯ সালের ১৮ জুন তিনি সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। তাই এই দিনটিকেই এক ডাকে অভিষেক কর্মসূচির সূচনা হিসেবেও বেছে নিয়েছেন তিনি।
advertisement
advertisement
অভিষেক বলেছিলেন, “7887778877 নম্বর চালু করলাম। আমার প্রতি এলাকার মানুষ ভরসা রেখেছে। আমার জন্ম কলকাতায় হলেও, আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয়।” অভিষেক বলেছিলেন, “আপনাদের যার যা অভিযোগ, পরামর্শ, গঠনমূলক পরামর্শ সব এই ফোনে আমাকে জানাবেন। আজ থেকে আমি দেওয়াল ভেঙে দিলাম। আজ থেকে আমাকে সরাসরি ফোন করুন। সুবিধা, সাহায্য চেয়ে ফোন করুন। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি আমাকে পাবেন। এই কর্মসূচি ২/৩ মাসের জন্য নয়। ২ বছর চলবে, আপনারা চাইলে ২০ বছর চলবে।” তিনি আরও বলেন, “কেউ ফোন করতে ইতস্তত করবেন না। ফোন তুলুন আর আমাকে জানান। আমার এক্তিয়ার, সামর্থ্য অনুযায়ী কাজ করব।”
advertisement
ডায়মন্ড হারবারে এটি চালু করা হলেও ধীরে ধীরে ময়নাগুড়ি, মাল, কাঁথি, নদীয়ার জনসভাতেও তিনি এক ডাকে অভিষেকে ফোন করতে বলেছিলেন। প্রথমে বিভিন্ন প্রকল্পের সাহায্য, সুবিধার জন্য ফোন আসলেও বর্তমানে ফোন আসছে পঞ্চায়েতে প্রার্থী হওয়ার জন্যেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: পঞ্চায়েতে প্রার্থী হতে চেয়ে ফোন, 'এক ডাকে অভিষেক' তুমুল সফল! আশায় শাসক শিবির 
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement