Abhishek-Rujira Banerjee: ‘জনসংযোগ কর্মসূচি আটকাতেই বিজেপি এমনটা করেছে...’, স্ত্রী-সন্তানকে বিমানবন্দরে আটকে রাখা প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে বাধা প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, কলকাতা: সন্তান-সহ স্ত্রীকে বিমানবন্দরে বাধা ৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে বাধা প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় ! তাঁর অভিযোগ, জনসংযোগ কর্মসূচি আটকাতেই বিজেপি এমনটা করেছে ৷ একই সঙ্গে তিনি গোটা বিষয়টা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘‘আমাকে আটকাতে হবে ৷ সেই কারণে যাত্রা বিঘ্ন করতে চাইছে ওরা। বিজেপির ক্ষমতা নেই আমাকে আটকাবে। ওরা ইডি, সিবিআই নিয়ে রাজনীতি করছে। আমার সঙ্গে লড়াইয়ে পারছেন না, তাই আমার স্ত্রী, সন্তানকে ডাকছেন। আপনারা ইডি, সিবিআই নিয়ে রাজনীতি করছেন, আমি রাজনীতি করছি মানুষ নিয়ে ৷ কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ইডি গ্রেফতার করুক দেখি কত ক্ষমতা আছে ৷ আমার স্ত্রী, সন্তান, আমাকে গ্রেফতার করুক। আমি মাথা নত করব না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকলে গ্রেফতার করুন। আমি দিল্লির গদ্দারদের কাছে মাথা নীচু করব না।’’
advertisement
তাঁর অভিযোগ এই সময় বাছাই নিয়ে, তিনি উল্লেখ করেছেন, গত ১২ মাসে সমন এল না। আর যেই যাত্রা শুরু হল, ওমনি সমন। আসলে রাতের ঘুম উড়ে গিয়েছে। নন্দীগ্রামে ২০ কিমি পদযাত্রা করেছি। এটা তার পুরষ্কার।
advertisement
advertisement
তিনি পুনরায় বলেছেন, ‘‘এদের ধমক চমকে মাথা নীচু করার লোক আমি নেই ৷ আগামী দিনে দিল্লিতে পরিবর্তনের চাকা এই রাজ্য থেকেই ঘুরবে ৷ এদিন তিনি অভিযোগ করেছেন, এসএসসি স্ক্যামে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হল, শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বড় বেনিফিশিয়ারি।’’
তাঁর স্ত্রীর কাছ থেকে সোনা পাওয়া গিয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে, সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার স্ত্রীর কাছ থেকে দু’গ্রাম সোনা উদ্ধার হয়েছে দেখাতে পারবে? আসলে কালিমালিপ্ত করতে চাইছে ৷ যাদের টাকা নিতে দেখা যায়। তাদের ডাকছে না। আসলে তদন্ত যথাযথ হচ্ছে না।’’
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি ক’বার বাইরে গেছি, তার তথ্য শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে ৷ এই তথ্য কীভাবে আসে? আমি তো এটা ইডিকে জানিয়েছিলাম। নবজোয়ার চলছে বলে হেনস্থা করছে ৷ আমার সঙ্গে লড়াই করে পারছেন না। তাই আমার স্ত্রী, সন্তানদের টার্গেট করছেন। আগামী দিনে ভবিষ্যৎ ভেবে নিন। আপনাদের আমি উৎখাত করবই। প্রাণ দিয়ে হলেও করব। যত ক্ষমতা আছে প্রয়োগ করুন ৷ আমি আমার মাথা আপনাদের কাছে নত করব না। লুকআউট নোটিস যদি থাকে, তাহলে আমার স্ত্রী আমার অস্ত্রোপচারের সময় আমার সাথে বাইরে গেল কী করে? এখন নবজোয়ার চলছে তাই হেনস্থা করতেই এই কাণ্ড ঘটেছে ৷ আমার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা নিয়ে আমি উচ্চ আদালতে যাচ্ছি ৷’’
advertisement
ফের বিরোধী দলনেতাকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘‘বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কী কথোপকথন হয়েছে তার অডিও আমার কাছে রয়েছে, তা সঠিক সময় হাজির করব। নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেব তারপর দেখি ওরা কি করে? আমার স্ত্রী-র নামে সোনা পাচারের কথা বলা হয়েছে। সিআইএসএফের নিয়ন্ত্রণে থাকা এয়ারপোর্টে যত সিসিটিভি ক্যামেরা আছে, তা পরীক্ষা করে দুই গ্রাম সোনা আমার স্ত্রীর ব্যাগ থেকে পাওয়া গিয়েছে কিনা তা প্রমাণ করুক…’’ বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 9:35 AM IST