Abhishek Banerjee: ৬ বার অপারেশনের পর বাধ্য হয়েই আরও একবার নিউ ইয়র্কে অভিষেক, সামনে এল চিকিৎসকদের পরিচয়!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: আমেরিকার বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালের উইলমার আই ইনস্টিটিউটে চিকিৎসা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই ছবি শেয়ার করেছেন অভিষেক নিজেই।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচন, দীর্ঘ নবজোয়ার যাত্রা কর্মসূচির জেরে চোখের ওপর চাপ পড়েছে। তারপর কেমন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ? ‘অরবাইটাল ফ্র্যাকচার’-এর অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার জন্য সম্প্রতি বিদেশে উড়ে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। এই মুহূর্তে আমেরিকার বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালের উইলমার আই ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তাঁর। সেই ছবি শেয়ার করেছেন অভিষেক নিজেই।
গত ১২ অক্টোবর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে এই হাসপাতালে অপারেশন হয় অভিষেকের বাঁ চোখে৷ নিউইয়র্ক শহর থেকে চার ঘণ্টা দূরে বাল্টিমোর শহরে জনস হপকিন্স হাসপাতালে অপারেশনের পর ২০২২ সালের ১৯ অক্টোবর অভিষেকের চোখ পরীক্ষা করেন চিকিৎসকদের অন্যতম আই সার্জন ডেভিড গাইটন।

advertisement
advertisement
সূত্রের খবর, সেই সময় অপরেশনের পরে অভিষেকের চোখের যত্ন নেওয়া, চশমা পরার পাশাপাশি সাবধানে থাকতে বলেছিলেন চিকিৎসকরা। অভিষেকও যথার্থভাবে তা পালন করেছেন। উল্লেখ্য, এ বারও তাঁর চোখের পরিস্থিতি দেখছেন সেই বিখ্যাত চিকিৎসক।
দলীয় সূত্রে খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অস্ত্রোপচারের পর৷ মার্কিন মুলুকের হাসপাতালে অভিষেকের চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ মেরামত করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷ আর তাঁর চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি (ডাক্তারি পরিভাষায় স্ট্র্যাবিসমাস) করেছেন ডেভিড গাইটন৷
advertisement
প্রসঙ্গত, দীর্ঘদিন কয়েকবছর ধরে চোখের সমস্যায় ভুগছেন ডায়মন্ড হারবারের সাংসদ। ২০১৬ সালের ১৮ অক্টোবর মুর্শিদাবাদে রাজনৈতিক সভা সেরে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি৷ তাতে অভিষেকের বাঁ চোখের নীচের হাড় ভেঙে যায়৷ এর পরে দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার তাঁর চোখে অপারেশন হয়৷ তা সত্ত্বেও ক্রমেই কমে আসছিল অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি। এরপর জনস হপকিন্স হাসপাতালের উইলমার আই ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার হয়।
advertisement
Abir Ghoshal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 3:19 PM IST