Abhishek Banerjee: প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুঃস্থ এবং প্রবীণ মানুষের জন্য পুজো উপহার অভিষেকের

Last Updated:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা‌ ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা এবং মেটিয়াবুরুজের প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুঃস্থ এবং প্রবীণ মানুষের জন্য পুজো উপহার প্রত্যেক বিধানসভার নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

পুজো উপহার অভিষেকের
পুজো উপহার অভিষেকের
আবীর ঘোষাল, কলকাতা: প্রত্যেকবারের মতো এ বছরও নিজের সংসদীয় এলাকায় সক্রিয় ভূমিকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা‌ ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা এবং মেটিয়াবুরুজের প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুঃস্থ এবং প্রবীণ মানুষের জন্য পুজো উপহার প্রত্যেক বিধানসভার নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
advertisement
গত বছরের মতো এ বারও দলের নেতা কর্মীরা গিয়ে বাড়িতে সাংসদের উপহার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। দলীয় সূত্রের খবর, একটি করে বিধানসভার জন্য ৭০ হাজারের বেশি পোশাকের সঙ্গে সাংসদের শুভেচ্ছাবার্তা লেখা কার্ড পাঠানো হয়েছে।
advertisement
গত বছর থেকে বাড়িতে বাড়িতে পুজো উপহার পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিষেক। বাড়িতে বসে উপহার পেয়ে খুশি সকলেই।
এদিকে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। একাধিকবার বাংলায় এসে এই ইস্যুতে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছে মোদি-শাহ এন্ড কোং-কে। সেই বাংলায় দাঁড়িয়েই চতুর্থীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এদিনই সেই পুজো-প্রসঙ্গ তুলে শাহকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘আজকে যাঁরা বাংলায় এসে দুর্গাপুজোর উদ্বোধন করছেন, তাঁরাই পাঁচ বছর আগে বলত, বাংলায় দুর্গাপুজো হয় না।” শাহের বক্তব্য পরস্পর-বিরোধী বলেও তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুঃস্থ এবং প্রবীণ মানুষের জন্য পুজো উপহার অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement