Abhishek Banerjee on Vice President Election: উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং? বিস্ফোরক অভিষেক, নিশানায় কেজরিওয়ালের আম আদমি পার্টি

Last Updated:

উপরাষ্ট্রপতি নির্বাচনে যে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে, তা এ দিন কলকাতায় স্বীকার করে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিষেক৷
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিষেক৷
গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরনোর পর থেকেই বিরোধী শিবিরের ভিতরে ফের একবার বিশ্বাসঘাতকতার চোরা হাওয়া বইতে শুরু করেছে৷ কারণ, হিসেব অনুযায়ী ৩১৫ জন বিরোধী সাংসদের সমর্থন পাওয়ার কথা থাকলেও ৩০০টি ভোট পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রে়ড্ডি৷ আবার হিসেবের বাইরে অতিরিক্ত ১৪টি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে বড় জয় পেয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন৷ ফলে বিরোধী শিবির থেকে ক্রস ভোটিং হয়েছে, এমন সম্ভাবনা ক্রমশই জোরাল হচ্ছে৷
উপরাষ্ট্রপতি নির্বাচনে যে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে, তা এ দিন কলকাতায় স্বীকার করে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷
উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক এ দিন বলেন, ‘বিজেপি নিজেদের মতো সাংসদদের কেনাবেচার চেষ্টা করেছে৷ কটা ক্রস ভোটিং হয়েছে, কটা বাতিল হয়েছে, যেহেতু গোপন ব্যালটে ভোট বোঝা সম্ভব নয়৷ সবাই সবার মতো অনুমান করছেন৷ ৩১৫ জন বিরোধী সাংসদ ভোট দিয়েছেন, ১৫ টা ভোট বাতিল হয়ে থাকতে পারে৷ আবার বিরোধীদের পাঁচ সাতজন সাংসদ ক্রস ভোটিং করে থাকতে পারেন৷’
advertisement
advertisement
এর পরই আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপি-কে সাহায্য করার বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক৷ তৃণমূল সাংসদ বলেন, ‘কিছু দল রয়েছে যারা বিজেপি সাহায্য করে৷ যেমন আম আদমি পার্টির দু একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন যাঁরা সরাসরি বিজেপিকে সমর্থনব করেন৷ আম আদমি পার্টিরই একজন মহিলা সাংসদ সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা করেন৷ এমন কয়েকজন সাংসদ আছেন। ওরা ভোট কিনতে নেমেছে অনেক টাকা নিয়ে। একজনের ভোট কিনতে ১৫-২০ কোটি টাকা খরচ করেছে।’
advertisement
বিজেপি-র বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে অভিষেক আরও বলেন, ‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো অনেক উদাহরণ রয়েছে৷ যেখানে টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা করে মানুষের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয়েছে৷ মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে এগুলিকেই বার বার অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ জনতার প্রতিনিধিকে টাকা দিয়ে কেনা যায়, জনতাকে কীভাবে কিনবেন? ২০২৪ সালে বাংলায় ভোটের আগের দিন হাজার হাজার টাকা খরচ করে পোলিং অফিসারদের কেনার চেষ্টা হয়েছে৷ বাংলার মানুষ এদেরকে উচিত শিক্ষা দিয়েছে৷ বিজেপি-র থেকে টাকা নিয়ে তৃণমূলক ভোট দিয়েছে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on Vice President Election: উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং? বিস্ফোরক অভিষেক, নিশানায় কেজরিওয়ালের আম আদমি পার্টি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement