Abhishek Banerjee Birthday: কালো চশমা-টি-শার্ট..., 'লড়াই করে বাঁচতে চাই' কেক! জন্মদিনে জনসংযোগে 'অন্য' মেজাজে অভিষেক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee Birthday: চোখের অস্ত্রোপচার করে ফেরার পরে পারিবারিক কালীপুজোয় দেখা গেলেও এই প্রথম ফের রাস্তায় নেমে জনসংযোগে পাওয়া গেল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
কলকাতা: জন্মদিনে জনসংযোগে একেবারে অন্য মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের অস্ত্রোপচার করে ফেরার পরে পারিবারিক কালীপুজোয় দেখা গেলেও এই প্রথম ফের রাস্তায় নেমে জনসংযোগে পাওয়া গেল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
সকাল থেকেই চলছি শুভেচ্ছা বার্তার ঢল। দুপুর গড়াতেই কালীঘাটের বাড়ির বাইরে সমর্থক ও দলীয় নেতা কর্মীদের ভিড় উপচে পড়ছিল। প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী-সহ হাজির ছিলেন একাধিক নেতা, বিধায়ক, সাংসদ।

advertisement
লড়াই করে বাঁচতে চাই কেক কেটে দলীয় নেতা-কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে আলাপচারিতায় ফের পুরোনো মেজাজে ছিলেন অভিষেক।
advertisement
সাধারণত অভিষেকের নিরাপত্তার স্বার্থে তাঁর আশেপাশে তেমন ভিড় জমতে দেওয়া হয় না তবে বৃহস্পতিবার নেতা কর্মীদের মধ্যমনি হয়ে রীতিমতো তাঁদের আনা কেক কেটে তাঁদের নিয়ে আসা উপহার নিয়ে ও তাঁদের সঙ্গে সেলফি তুলে সময় কাটালেন।
advertisement

জায়গায় জায়গায় ‘শুভ জন্মদিন, দাদা’, ‘জন্মদিনে দাদাকে শুভেচ্ছা’ পোস্টার, ঢাক ঢোল বাজনার মধ্যেই সকলের সঙ্গে দেখা করে কথা বলেন অভিষেক। সদ্যই চোখের অস্ত্রোপচার করে ফিরেছেন অভিষেক। এরপরে কালীপূজোতেই প্রথম তাঁকে দেখা যায়।

advertisement
আরজি করের ঘটনার আগে নিজেই জানিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য কিছুদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন। কিন্তু সমস্ত কিছুর উপর তাঁর নজর থাকবে। এর মধ্যে বিশেষ বিশেষ সময়ে তাঁর কিছু ট্যুইট ভেসে উঠলেও তাঁকে সে ভাবে দেখা যায়নি। তবে আজ একেবারে অন্য মুডে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
সূত্রের খবর, জানুয়ারি মাসের শুরু থেকেই ফের জনজোয়ার কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন অভিষেক তাঁর আগে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে একদম হালকা মেজাজে জন্মদিন কাটালেন অভিষেক। এদিন সর্বক্ষণ তাঁর সঙ্গী ছিল তাঁর ছেলে ও মেয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 5:24 PM IST