Abhijit Mukherjee On Fake Vaccination: কসবায় জাল ভ্যাকসিন কাণ্ডে মমতার পাশে অভিজিৎ, কী বললেন প্রণব পুত্র?

Last Updated:

প্রণব পুত্রের তৃণমূল নেত্রীর (CM Mamata Banerjee) পাশে দাঁড়ানো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একটি ট্যুইট বার্তায় নিজের অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রণব পুত্র অভিজিৎ (Pranab Mukherjee son Abhijit Mukherjee)।

সোশ্যাল মিডিয়ায় প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় লেখেন, ‘‌আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি দিদিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাহলে মোদিজিকেও নীরব মোদি, মেহুল চোকসি ও বিজয় মালিয়ার সঙ্গে যুক্ত দুর্নীতিকাণ্ডে দোষারোপ করা যেতে পারে। সুতরাং একজন ব্যক্তির কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলা যায় না।’‌
advertisement
advertisement
advertisement
অন্যদিকে ধৃত দেবাঞ্জনের সঙ্গে অনেক তৃণমূল নেতার ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই আসরে নেমে পড়েছে বিজেপি। দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় থেকে লকেট চট্টোপাধ্যায় সমালোচনায় সোচ্চার হয়েছেন বিজেপি শিবিরের হেভিওয়েটরা। ইতিমধ্যে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানান। সরকারের কাছে ভ্যাকসিনের সংখ্যা জানিয়ে শ্বেতপত্র দেওয়ার দাবিও জানিয়েছেন দিলীপ ঘোষরা। যদিও এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি দলের দিল্লি নেতৃত্ব।
advertisement
উল্লেখ্য, ইতিমধ্যে এই ঘটনায় ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডির হাতে দেওয়া হয়েছে। রাজ্য সরকার যে গোটা ঘটনাটি কড়া মনোভাব নিয়ে দেখছে, তাও স্পষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Mukherjee On Fake Vaccination: কসবায় জাল ভ্যাকসিন কাণ্ডে মমতার পাশে অভিজিৎ, কী বললেন প্রণব পুত্র?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement