Abhijit Mukherjee joins TMC: 'গোটা দেশেই বিজেপি-কে রুখবেন মমতা', তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রণব পুত্র অভিজিৎ

Last Updated:

তৃণমূলে যোগ দেওয়ার সময় নিজের পুরনো দল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee joins TMC)৷ তবে ২০১১ সালে নলহাটি থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হওয়ার কৃতিত্বও মমতাকেই (Mamata Banerjee)দিয়েছেন তিনি৷

#কলকাতা: তৃণমূলে যোগদান করলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়৷ এ দিন তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক দলে যোগ দেন অভিজিৎ মুখোপাধ্যায়৷ জঙ্গিপুরের দু' বারের প্রাক্তন সাংসদ এবং নলহাটির প্রাক্তন বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান এ রাজ্যে কংগ্রেসের কাছে জোরালো ধাক্কা৷ শুধু এ রাজ্য নয়, অভিজিৎ মুখোপাধ্যায় যেহেতু প্রণব মুখোপাধ্যায়ের পুত্র, তাই সর্বভারতীয় স্তরেও অস্বস্তিতে পড়ল কংগ্রেস৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই তৃণমূলে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন অভিজিৎ৷
তবে তৃণমূলে যোগ দেওয়ার সময় নিজের পুরনো দল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিজিৎ মুখোপাধ্যায়৷ তবে ২০১১ সালে নলহাটি থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হওয়ার কৃতিত্বও মমতাকেই দিয়েছেন তিনি৷ তাঁর আশা, এ রাজ্যের সাম্প্রতিকতম নির্বাচনের মতোই ভবিষ্যতে হয়তো গোটা দেশেই বিজেপি-কে রুখে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূলে যোগ দিয়ে অভিজিৎ বলেন, 'ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ আজকে তৃণমূলের প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করলাম৷ এক কংগ্রেস থেকে আর এক কংগ্রেসে এলাম৷ ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে যখন কংগ্রেসে যোগদান করেছিলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাম বিরোধী হাওয়া উঠেছিল৷ সেই হাওয়াতে ভর করেই আমি নলহাটি থেকে জয়ী হয়েছিলাম৷ এতে আমার নিজের কোনও কৃতিত্ব ছিল না৷ মমতা দিদি রাজ্যে বিজেপি-র মতো সাম্প্রদায়িক শক্তির উত্থানকে রুখে দিয়েছেন৷ পশ্চিমবঙ্গে তিনি যেভাবে বিজেপি-কে রুখতে পেরেছেন, ভবিষ্যতে তাঁর নেতৃত্বে এবং আরও অনেকের সহযোগিতা নিয়ে হয়তো গোটা ভারতবর্ষে তা সম্ভব হবে৷'
advertisement
advertisement
পুরনো দল কংগ্রেসকে নিয়ে সরাসরি কিছু না বললেও অভিযোগের সুর অবশ্য ছিল অভিজিতের গলায়৷ জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ বলেন, 'আমার এখন সবই প্রাক্তন৷ কংগ্রেসের কোনও পদেই আমাকে রাখা হয়নি৷ শুধু প্রাথমিক সদস্য হিসেবেই ছিলাম৷ সেটারাও নতুন করে পুনর্নবীকরণ হয়নি৷ ফলে অনুগত সৈনিক হিসেবেই তৃণমূলে যোগদান করলাম৷ দল যা নির্দেশ দেবে, তা মেনে চলব৷'
advertisement
অভিজিৎ দাবি করেছেন, কোনও পদের লোভে দল বদল করছেন না তিনি৷ তাঁর কথায়, 'যেহেতু নিজেকে কর্মক্ষম মনে করি, যেভাবে আমাকে দল ব্যবহার করবে সেই মতো কাজ করব৷'
অভিজিতের যোগদান পর্বে প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'তিনি শুধু ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন না, আমাদের পথ প্রদর্শক ছিলেন৷ আপদে, বিপদে আমাদের পরামর্শ দিতেন প্রণব মুখোপাধ্যায়৷ তাঁর সুপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ আমরা আশা করব তাঁর নিজের এবং পারিবারিক অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতা, তা বিজেপি মুক্ত ভারতবর্ষ তৈরি করার যে সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছেন তিনি তাতে সক্রিয় ভাবে অংশ নিয়ে সেই লড়াইকে আরও মজবুত করবেন৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Mukherjee joins TMC: 'গোটা দেশেই বিজেপি-কে রুখবেন মমতা', তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রণব পুত্র অভিজিৎ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement